বিনোদন

পরমব্রত’র নিকষ ছায়া !

বিনোদন ডেস্ক

পরমব্রত চট্টোপাধ্যায় ছবি: সংগৃহীত

ইদানীং ‘নিকষ ছায়া’ নামে নতুন একটি ওয়েব সিরিজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন টলিউডের জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। ওটিটি প্ল্যাটফর্ম হইচই এর জন্য তিনি এটি নির্মাণ করছেনযেখানে রয়েছে হাড়হিম করা এক ভূতের গল্প।

সিরিজটি নির্মাণ করতে গিয়ে পরমব্রত নিজেই একটি ভৌতিক অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন

ভারতীয় গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে পরমব্রত বলেছেন, তিনি কখনও পুরোপুরি ভূতের অস্তিত্ব অনুভব করেননি, তবে কিছু কিছু জায়গায় ঢুকলে অদ্ভুত অনুভূতি হয়েছিল। মাঝে মাঝে এমনও মনে হতো যে সেখানে আর থাকা ঠিক হবে না। শরীরে একটা শিহরণ জাগতো এবং খটকা লাগতো

পরমব্রত আরও জানান, মুম্বাইতে ভাড়াবাড়িতে থাকাকালীন রাতে ঘুম ভেঙে যেত বারবার। তিনি সাধারণত রাতে ঘুম থেকে ওঠেন না, কিন্তু ওই বাড়িতে এমন কিছু ঘটতো যা তাকে অস্বস্তিতে ফেলে দিতো। একবার তার সঙ্গে থাকা নাসির নামের ছেলেটিও সেই বাড়ি নিয়ে অভিযোগ করেছিল। সে বলেছিল, বাড়িটিতে সারারাত পায়চারি করার শব্দ শোনা যেত, যেন কেউ বাইরের ঘরে হাঁটছে

পরমব্রত তখন উপলব্ধি করেন যে, ওই বাড়িতেই থাকার সময় তার শরীর খারাপ হচ্ছিল, আর একা থাকলে রাতে ঘুম ভেঙে যেত। যদিও এই অভিজ্ঞতাকে তিনি নিশ্চিতভাবে ভূত বলে দাবি করতে পারেন না, তবে এটাকে এক ধরনের অদ্ভুত বা অতিপ্রাকৃতিক ঘটনা মনে হয়েছে

আগামী ৩১ অক্টোবরনিকষ ছায়া’ সিরিজটি মুক্তি পাবে।  এতে দেখা যাবে চিরঞ্জিত চক্রবর্তীর প্রত্যাবর্তন, যিনি নীরেন ভাদুড়ির চরিত্রে ফিরছেন। ভৌতিক ঘটনা নিয়ে কাজ করতে গিয়েই পরমব্রতের নিজের ভূতের অভিজ্ঞতা আবারও মনে পড়ে গেছে

 

জেডএস/

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন পরমব্রত | নিকষ ছায়া