লেবাননে চলমান যুদ্ধের কারণে বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। বুধবার (২৩ অক্টোবর) দ্বিতীয় দফায় ৬৫ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। এ নিয়ে মোট ১১৯ জন বাংলাদেশি লেবানন থেকে ফিরলেন। সোমবার সন্ধ্যায় প্রথম দফায় ৫৪ জন বাংলাদেশি দেশে ফিরেছিলেন।
বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছেন, আগামী বৃহস্পতিবার দিবাগত রাতে তৃতীয় দফায় আরও ৩১ জন বাংলাদেশি দেশে ফিরবেন। তারা লেবাননের রফিক হারারি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দায় পৌঁছাবেন। এরপর সেখান থেকে বৃহস্পতিবার রাত ১টার দিকে ঢাকায় অবতরণ করতে পারে।
বৈরুতে বাংলাদেশি দূতাবাসের তথ্য অনুযায়ী, দেশে ফেরার জন্য লেবাননে ১ হাজার ৮০০ জনেরও বেশি বাংলাদেশি নিবন্ধন করেছেন । তাদের ধীরে ধীরে দেশে ফিরিয়ে আনা হবে।
জেডএস/