রাজধানী ঢাকায় সম্প্রতি জনপ্রিয় জার্মান টিকটকার নোয়েল রবিনসনকে দেখা গেছে। “নোয়েলগোজক্রেজি” নামে পরিচিত এই কন্টেন্ট ক্রিয়েটর ও নৃত্যশিল্পী সোশ্যাল মিডিয়ায় তরুণদের দারুণভাবে মুগ্ধ করেছেন। কখনো ঢাকার রাস্তায়, কখনো গুলশানে, আবার কখনো লালবাগ কেল্লায় দেখা গেছে তাকে। পথে চলার সময় স্থানীয়দের সাথেই নাচে মেতে উঠেছেন তিনি।
নোয়েলের পোস্ট করা ভিডিওগুলোতে দেখা যায়, ঢাকার মানুষজন—দোকানদার, পথচারী, এমনকি পুলিশ সদস্যদের সঙ্গেও তার সেই সিগনেচার স্টাইলে নেচেছেন। এ ছাড়াও, হিট বাংলা গানে যেমন “উরাধুরা,” “ঝুমকা,” এবং “গার্লফ্রেন্ডের বিয়া” গানেও নেচেছেন তিনি। ঢাকার জনপ্রিয় নৃত্যশিল্পী হৃদি শেখের সঙ্গেও “প্রেমে দিওয়ানা” গানে নাচতে দেখা গেছে নোয়েলকে।
ঢাকার রাস্তায় নোয়েল রবিনসনের ভিডিও দেখতে ক্লিক করুন
নোয়েল মূলত তার ভ্রমণ এবং নাচের কনটেন্ট তৈরি করতেই বাংলাদেশে এসেছেন। ঢাকার সংসদ ভবন থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরসহ নানা জায়গায় ঘুরে ঘুরে ভিডিও তৈরি করে তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করছেন।
এই বিদেশি শিল্পীকে স্বাগত জানাতে হৃদি শেখ তার সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছেন, নাচ যখন সেতুবন্ধ তৈরি করে, তখন জাদুকরি কিছুই ঘটে। নোয়েল, বাংলাদেশের আনন্দ ভাগাভাগি করতে পেরে দারুণ লেগেছে।
জেডএস/