পাকিস্তানের বেলুচিস্তানের মাসটাঙ জেলায় পোলিও টিকাদান কর্মসূচিতে বোমা হামলার ঘটনা ঘটেছে। এতে ৫ জন শিশুসহ মোট ৭ জন নিহত হয়েছেন।
শুক্রবার (১ নভেম্বর) সংবাদ সংস্থা এএফপি’কে এই হামলার ঘটনা নিশ্চিত করেছেন রহমত উল্লাহ নামে একজন স্থানীয় সিনিয়র পুলিশ সদস্য।
রহমত উল্লাহ জানান, সন্ত্রাসী হামলার ঝুঁকির কারণে কড়া পুলিশি প্রহরায় শুরু হয়েছে এবারের পোলিও টিকাদান কর্মসূচী। শুক্রবার জেলার মেয়েদের একটি স্কুলের কাছে এই কর্মসূচি ছিল। টিকাদান চলমান থাকা অবস্থায় বোমা হামলার ঘটনা ঘটেছে।
এএফপি’র প্রতিবেদন বলছে, পাকিস্তান ও আফগানিস্তানে এখনো পোলিও রোগীর আধিক্য রয়েছে। যারা পোলিও টিকা কার্যক্রম কর্মসূচির অংশ তাদেরকে লক্ষ্য করে সন্ত্রাসীরা প্রায়ই হামলা চালানোর চেষ্টা করে থাকে।
পুলিশ কর্মকর্তা আব্দুল ফাতাহ জানিয়েছেন, সাতজন মানুষ নিহত হয়েছেন; ১ জন পুলিশ অফিসার, ৫ জন শিশু ও একজন দোকানদার।
এখনো কোনো সন্ত্রাসী গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।
চলতি সপ্তাহের শুরুতে পোলিও টিকাদান কর্মসূচির স্বাস্থ্যকর্মীদের পাহারার দায়িত্বে থাকা ২ জন পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছিল।
এম এইচ//