মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে এবার মাত্র দুইজন নয়, আরও তিন প্রার্থী লড়াই করছেন। ডেমোক্র্যাটিক পার্টির হয়ে লড়ছেন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে লড়ছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মূলত এই দুই প্রার্থীর মধ্যেই হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে একাধিক জরিপ বলছে।
এই দুইপ্রার্থীর বাইরে আরও তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে দলীয়ভাবে দুইজন এবং অন্যজন নির্দলীয় প্রার্থী। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গ্রিন পার্টির প্রার্থী হয়েছেন জিল স্টেইন। ৭৪ বছর বয়সী এই চিকিৎসক এবং পরিবেশকর্মী ২০১২ ও ২০১৬ সালের নির্বাচনেও অংশ নিয়েছিলেন।
লিবার্টারিয়ান পার্টির চেজ অলিভারও এবারের নির্বাচনে অংশ নিচ্ছেন। ৩৯ বছর বয়সী অলিভার মুক্ত বাণিজ্য এবং ছোট সরকারব্যবস্থার পক্ষে প্রচারণা চালাচ্ছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে একমাত্র স্বতন্ত্র প্রার্থী হলেন ৭১ বছর বয়সী শিক্ষাবিদ কর্নেল ওয়েস্ট। তিনি বাইডেনকে ‘যুদ্ধাপরাধী’ এবং ট্রাম্পকে ‘নব্য ফ্যাসিস্ট’ হিসেবে আখ্যা দিয়েছেন। তিনি ১২টির বেশি অঙ্গরাজ্যে লড়ছেন এবং তার সমর্থন সামান্য হলেও ডেমোক্র্যাটদের উদ্বেগ বাড়াচ্ছে।
জেডএস/