তথ্য-প্রযুক্তি

নতুন গ্রহের সন্ধান: পৃথিবীর চেয়ে ৬০ গুণ ভারী!

তথ্য-প্রযুক্তি ডেস্ক

প্রতিকী ছবি ছবি: সংগৃহীত

ভারতের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির একটি দল নতুন এক গ্রহ আবিষ্কার করেছে, যা পৃথিবীর চেয়ে ৬০ গুণ ভারী। এই গ্রহটি সূর্য থেকে ৬৯০ আলোকবর্ষ দূরে নেপচুনিয়ান এলাকায় অবস্থিত।

নতুন গ্রহটির নাম দেয়া হয়েছে টিওআই-৬৬৫১বি। এটি নেপচুন ও শনি গ্রহের আকারের মধ্যে রয়েছে এটি এই এলাকার চতুর্থ এক্সো-গ্রহ। নেপচুনের চেয়ে যা পাঁচ গুণ বড় তাপমাত্রা অনেক বেশি হওয়ায় এই গ্রহটি বাসযোগ্য নয়।

ভারতের ফিজিক্যাল রিসার্চ ল্যাবরেটরির বিজ্ঞানীরা জানান, নতুন গ্রহটি তার কেন্দ্রীয় নক্ষত্রের চারপাশে মাত্র পাঁচ দিনে ঘোরে। গ্রহটির ৮৭ শতাংশই লোহার মতো শক্ত ধাতু দিয়ে গঠিত, আর বাহ্যিক স্তরে রয়েছে হাইড্রোজেন ও হিলিয়ামের একটি কম ঘনত্বের মেরু।

নতুন এই এক্সোপ্ল্যানেটের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ১,২০০ ডিগ্রি সেলসিয়াস। ফলে এখানে কোনো জীবন থাকার সম্ভাবনা নেই।

এর আগে নেপচুনিয়ান অঞ্চলে তিনটি অন্য এক্সোপ্ল্যানেট আবিষ্কৃত হয়েছিল, যা পৃথিবীর চেয়ে ১২ থেকে ১৩ গুণ বড়। বিজ্ঞানীরা ভবিষ্যতে আরও এমন গ্রহ আবিষ্কারের ব্যাপারে আশাবাদী। 

এই নতুন আবিষ্কারটি মহাকাশ নিয়ে আমাদের জানার পরিধি আরও সম্প্রসারিত করবে।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস