যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ায় তাকে পুঁজি করে আওয়ামী লীগ বিভিন্ন মোড়কে দেশে ফেরার চেষ্টা করছে। বললেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১০ নভেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সঙ্গে বৈঠক শেষে তিনি এই কথা বলেন।
আমীর খসরু বলেন, আওয়ামী লীগকে ট্রাম্পের বেশে কেন আসতে হবে, হিন্দুদের অত্যাচারের বেশে কেন আসতে হবে? যারা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, তারা বিভিন্ন সময়ে বিভিন্ন মোড়কে ফিরে আসার চেষ্টা করছে। যে জিনিসের অস্তিত্ব নেই তাকে তো নিজের বেশেই ফিরে আসতে হবে। কিন্তু তাদের সেই সাহস-সামর্থ্য নেই।
তিনি বলেন, আসলে আওয়ামী লীগের অস্তিত্ব বিলীন হয়ে গেছে। তারা অন্য বেশে দেশে আসতে চাইছে। এটা তাদের রাজনৈতিক দৈন্যতা। তারা যে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে গেছে, এটাই প্রমাণ করে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও বলেন, বাংলাদেশে একদলীয় শাসনব্যবস্থা থেকে ব্হুদলীয় গণতন্ত্র প্রবর্তনের যে প্রেক্ষাপট সেটি ছিল ৭ নভেম্বর। বাকশাল বিতাড়িত করে সিপাহী-জনতা একসঙ্গে নেমে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিল। সেই স্বপ্ন এখনো জাগ্রত।
সিঙ্গাপুরের অনাবাসিক হাইকমিশনারের সঙ্গে বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন আমীর খসরু । এছাড়াও তিনি আরও জানান, সিঙ্গাপুরে দক্ষ নার্সসহ জনশক্তি পাঠানোর বিষয়েও আলোচনা হয়েছে। তবে সিঙ্গাপুর মনে করে নির্বাচিত সরকার ছাড়া অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করা সম্ভব নয়।
জেডএস/