ফুটবল

মেসির গোলের পরেও মায়ামির বিদায়

আটলান্টা ইউনাইটেড কাছে হেরে মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফ পর্বের প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে ইন্টার মায়ামি।  অথচ প্লে-অফ পর্বের প্রথম ম্যাচে এই আটলান্টার বিপক্ষেই ২-১ গোলে জিতে এগিয়ে ছিলো লিওনেল মেসির দল।   

২ নভেম্বর জিতলেই এক ম্যাচ বাকি রেখে ইস্টার্ন কনফারেন্স থেকে শেষ চারে পৌঁছে যেত মায়ামি। কিন্তু সেদিন শুরুতে এগিয়ে গিয়েও শেষ দিকে এলোমেলো ফুটবল খেলে ২-১ ব্যবধানে হেরে যায় মায়ামি।

ফলে আজ রোববার (১০ নভেম্বর) চেজ স্টেডিয়ামে ম্যাচটা ‘অঘোষিত কোয়ার্টার ফাইনালে’ রূপ নেয়।  গুরুত্বপূর্ণ ম্যাচে ১৭ মিনিটে মাতিয়াস রোহাসের গোলে এগিয়ে যায় মায়ামি।  কিন্তু ১৯ থেকে ২১ মিনিটের মধ্যে জোড়া গোল করে মায়ামিকে স্তব্ধ করে দেন আটলান্টার সেনেগালিজ স্ট্রাইকার জামাল থিয়ারে। 

দ্বিতীয়ার্ধে  ৬৫ মিনিটে ডান প্রান্ত থেকে মার্সেলো ভাইগান্টের দুর্দান্ত ক্রসে লাফিয়ে উঠে বলে মাথা ছুঁয়ে গোল করেন মেসি। মায়ামি ২-২ আটলান্টা। কিন্তু ৭৬ মিনিটে বারতোজ সিলৎসের গোলে ফের এগিয়ে যায় আটালান্টা। 

শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়ে ইস্টার্ন কনফারেন্সের সেমিফাইনালে পৌঁছে যায় আটলান্টা। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন মেসি | মায়ামি