বিনোদন

মাধুরীর ‘অতৃপ্ত পিপাসা’ মেটালেন দুই ছেলে! দেখলেন অভিনেত্রীর ছবি

বায়ান্ন বিনোদন

মাধুরী দীক্ষিতের দুই ছেলে অরিন ও রায়ান ছবি: সংগৃহীত

নব্বইয়ের দশকে  হিন্দি চলচ্চিত্রের গোটা ইন্ডাস্ট্রিতে রাজত্ব করেছেন বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিত। গেলো ১৫ মে  ৫৭ বছরে পা দেওয়া বলিউডের 'ধক ধক গার্ল' এর জনপ্রিয়তা আজও সমান। এই বলি সুন্দরীর নাচ হোক বা অভিনয় কিংবা রূপ, গুণমুগ্ধের সংখ্যা অসংখ্য। এখনও তার ছবি রিলিজ হলেই বক্স অফিসে সুপার ডুপার হিট। তার ছবির মুক্তির অপেক্ষায় প্রতীক্ষার প্রহর গুনতে থাকে অগণিত ভক্ত অনুরাগী।

তবে লাখো ভক্ত অনুরাগীর এই অসম্ভব জনপ্রিয় নায়িকার এখনও একটা অতৃপ্ত পিপাসা রয়ে গেছে।অবাক করার মতো ব্যাপার, মাধুরীর দুই ছেলে অরিন ও রায়ান তাদের মায়ের সিনেমা দেখেন না। তবে চলতি বছর মুক্তি পাওয়া ভারতীয় হিন্দি-ভাষার হরর-কমেডি চলচ্চিত্র ‘ভুল ভুলাইয়া থ্রি’ সেই মাধুরীপুত্রদের সেই ট্রেন্ড ভেঙে ফেলেছে। মায়ের অন্য ছবিতে রুচি না থাকলেও মার্কিন যুক্তরাষ্ট্রের একটি থিয়েটার হলে ‘ভুল ভুলাইয়া থ্রি’ দেখতে গিয়েছিলেন দুই ছেলে। ভারতীয় এক সংবাদমাধ্যমকে  অভিনেত্রী স্বীকার করেছেন যে তাঁর সন্তানদের কাছে মা-কে পর্দায় দেখাটা অদ্ভুত ঠেকে।

সংবাদমাধ্যম পিটিআইকে দেওয়া সাক্ষাতকারে মাধুরী তাঁর সন্তানদের নিয়ে অকপটে অনেক কথা বলেছেন। ১৯৯৯ সালে ডাক্তার  শ্রীরাম মাধব নেনেকে বিয়ে করেন মাধুরী দীক্ষিত। বিয়ের পর তিনি চলে যান মার্কিন মুলুকে। বিয়ের পর দীর্ঘদিন মার্কিন যুক্তরাষ্ট্রে দাম্পত্য জীবন কাটিয়েছেন মাধুরী।  এর পর যা হয়, সংসার-সন্তান। স্বামী নিয়ে বর্তমানে মুম্বাইয়ে বসবাস করেন মাধুরী। তবে  তাঁদের দুই ছেলে অরিন এবং রায়ান পড়াশোনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রেই থাকেন।

বলিউডের এক সময়কার অসম্ভব জনপ্রিয় এই অভিনেত্রী জানান, ‘তারা তাদের সব বন্ধুদের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি থিয়েটারে গিয়েছিল। তারা ভেবেছিল ছবিটি খুব মজার এবং তারা এটি দেখে সত্যিই উপভোগ করেছে। তারা আমাকে ভূতের মতো ভালোবাসত। তাই এটুকু বলতে পারি, এই ছবির জন্য ছেলেদের থেকে স্বীকৃতি পেলাম’।

মাধুরী দীক্ষিত আরও বলেন, ‘তারা কৌতূহলী। মাঝে মাঝে কিছু দৃশ্য দেখে আমাকে বলে, ‘এই সিনেমাটা কবে করলে? তারা সম্প্রতিই ‘পুকার’-এর ‘কে সরা সরা’ গানের ভিডিয়ো দেখে ওরা আমাকে বলছিল, আমি নাকি ‘কুল’। তারা আমাকে বলেছিল যে আমি এতে সত্যিই দুর্দান্ত ছিলাম। এভাবেই তারা মাঝে মাঝে আমার কিছু ক্লিপ দেখে। কারণ আমি কীভাবে তাদের বলব যে চলো বসে আমার সিনেমা দেখি? আমি তাদের এটি করতে বাধ্য করা খুব অদ্ভুত বলে মনে করি, আমি চাই, তারা তাদের বন্ধুদের সাথে আমার ছবি দেখুক, এবং (নতুন করে) আবিষ্কার করুক’।

মাতৃত্বের জন্য একটা সময় কেরিয়ার তাকে তুলে রেখেছিলেন মাধুরী। দুই ছেলেকে মানুষ করতে শুধু বলিউড ছাড়েননি, হলিউডে কাজের সুযোগও হেলায় হাতছাড়া করেছিলেন। দুই ছেলে এখন নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। রিয়ালিটি শো-তে দীর্ঘদিন ধরেই নিজেকে মেলে ধরেছেন মাধুরী। আজকাল ছবিতে চুটিয়ে কাজ করছেন।

পিটিআইকে দেওয়া অন্য একটি সাক্ষাত্কারে মাধুরী বলেছিলেন, 'যখন আমি স্ক্রিপ্টটি শুনেছিলাম, তখন আমি আমার চরিত্রটি পছন্দ করেছিলাম কারণ এটি আমাকে আলাদা কিছু করার সুযোগ দিয়েছিল। হরর কমেডির মতো এই ঘরানার আমি কখনও অভিনয় করিনি। আমি ভেবেছিলাম এটা আমার জন্য ভিন্ন কিছু হবে। সেখানে বিদ্যা, কার্তিক (আরিয়ান) এবং দুর্দান্ত অভিনেতাদের পুরো গ্যাং ছিল, তাই আমি বলেছিলাম, 'আমি এটি করব'।'

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন মাধুরী দীক্ষিত | ভুল ভুলাইয়া থ্রি