মিস ইউনিভার্স ২০২৪ এর মুকুট জিতে ইতিহাস গড়েছেন ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়ার থেইলভিগ। রোববার (১৭ নভেম্বর) মেক্সিকো সিটির এরিনায় অনুষ্ঠিত এই জমকালো আয়োজনে ডেনমার্কের জন্য জয়ী হয়ে প্রথমবারের মতো এই শিরোপা নিয়ে আসেন ভিক্টোরিয়া ।
ভিক্টোরিয়া একজন প্রাণী সুরক্ষা কর্মী এবং হীরার ব্যবসার সঙ্গে যুক্ত। ফাইনালে তিনি মিস নাইজেরিয়াকে হারিয়ে শীর্ষ স্থানে আসেন। তৃতীয় স্থান অধিকার করেন মিস মেক্সিকো।
বিশ্বের বিভিন্ন দেশের সমর্থকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তারা তাদের জাতীয় পতাকা হাতে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। এবারের মিস ইউনিভার্সের ৭৩তম আসর ছিল চমকপ্রদ। শুরুতে ১৩১ জন মারিয়াচি সংগীতশিল্পী এবং ব্ল্যাক আইড পিসের সদস্য ট্যাবু পরিবেশন করেন এমিলিও এস্তেফান রচিত 'মেক্সিকানা' গানটি।
এই বছরের আয়োজনে ১২০টিরও বেশি দেশ অংশগ্রহণ করেছে। প্রথমবারের মতো মিস ইউনিভার্স প্রতিযোগিতায় অংশ নিয়েছে বেলারুশ, ইরিত্রিয়া, গিনি, ম্যাকাও, মালদ্বীপ, মলদোভা এবং উজবেকিস্তান।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মারিও লোপেজ, মিস ইউনিভার্স ২০১২ ওলিভিয়া কালপো, মিস ইউনিভার্স ২০১৮ ক্যাট্রিওনা গ্রে, এবং উপস্থাপক জুরি হল। মেক্সিকো এই নিয়ে তৃতীয়বারের মতো মিস ইউনিভার্স আয়োজন করল।
জেডএস/