বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান সম্প্রতি বলিউড ইন্ডাস্ট্রির বিভিন্ন সমস্যা নিয়ে খোলামেলা মতামত প্রকাশ করেছেন। তিনি জানিয়েছেন, বড় বাজেট ও তারকাখচিত ছবি মানেই বক্স অফিসে সফল এই ধারণা সবসময় সঠিক নয়।
বিদ্যা বলেন, "ছবির সাফল্য নির্ভর করে তার প্রেক্ষাপট ও নির্মাণের মানের ওপর। কিছু ছবি, যেমন ‘স্ত্রী ২’, ‘সিংহাম অ্যাগেইন’, এবং ‘ভুল ভুলাইয়া ৩’, ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনা তৈরি করেছে। তবে এমন অনেক তারকাখচিত ছবিও আছে, যেগুলো বাণিজ্যিকভাবে সফল হয়নি।"
তিনি আরও বলেন, প্রতিটি ছবির একটা নির্দিষ্ট ভাগ্য থাকে। ছবি ভালো হলে সাফল্যের সম্ভাবনা বেশি, কিন্তু ডিস্ট্রিবিউশন বা ছবির সঠিক বিতরণের অভাবে অনেক ভালো ছবি দর্শকের কাছে পৌঁছায় না। এই বিষয়গুলো নিয়ে বলিউড তেমন ভাবনাচিন্তা করে না বলে উল্লেখ করেন তিনি।
বিদ্যা আরও একটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেছেন—পুরনো ছবি আবার প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার নতুন ট্রেন্ড। তিনি মনে করেন, এটা সিনেমাপ্রেমীদের আবার প্রেক্ষাগৃহমুখী করতে সাহায্য করবে। তিনি নিজের অভিনীত ‘কাহানি’ ছবির উদাহরণ দিয়ে বলেন, "এই ছবি আবার হলে মুক্তি পেলে আমি খুব খুশি হব। এটা আমার ক্যারিয়ারের মাইলফলক এবং এটি যেকোনো সময় দেখার মতো একটি ছবি।"
বিদ্যার মতে, প্রেক্ষাগৃহে সিনেমা দেখার অভ্যাস হারিয়ে ফেলেছে মানুষ। কিন্তু প্রিয় ছবি বড় পর্দায় দেখার আকর্ষণ আবার তাদের হলে ফিরিয়ে আনতে পারে।
জেডএস/