২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে পয়েন্ট টেবিলে ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে চতুর্থ ব্রাজিল। সমান ম্যাচ খেলে শীর্ষে থাকা আর্জেন্টিনার চেয়ে তাঁরা পিছিয়ে ৫ পয়েন্টে। পয়েন্ট টেবিলে অবস্থান যেমনই হোক, পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা যদি খেলায় মন ভরাতে না পারে, যদি দুই-এক ম্যাচ পরপরই পা হড়কায়।
বিশ্বকাপ বাছাইয়ে গত বৃহস্পতিবার রাতে সর্বশেষ ম্যাচে ভেনেজুয়েলার সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। পেনাল্টিও মিস করেন ভিনিসিয়ুসের মতো তারকা। ব্রাজিলের এমন পারফম্যান্সে হতাশ ভক্ত সমর্থকরা।
এমন পরিস্থিতিতে ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্কিনিওস সংবাদ সম্মেলনে এসে আকুতি জানালেন সমর্থকদের প্রতি। পিএসজি তারকা বললেন, ‘জাতীয় দলকে সমর্থন ছেড়ে না দেওয়ার অনুরোধ করছি। আমাদের ছেড়ে যাবেন না।’
সালভাদরের ফন্তে নোভা স্টেডিয়ামে বুধবার বাংলাদেশ সময় সকাল ৬টা ৪৫ মিনিটে উরুগুয়ের মুখোমুখি হবে ব্রাজিল। টেবিলে দ্বিতীয় দলটির বিপক্ষে এই ম্যাচ দিয়েই বছর শেষ করবে ব্রাজিল।