ফুটবল

সমর্থন হারাচ্ছে ব্রাজিল!

ম্যাচের আগে ব্রাজিল সমর্থকদের কাছে সমর্থন চেয়েছিলেন মার্কিওনোস। ব্রাজিলিয়ান ডিফেন্ডার আকুতি জানিয়ে বলেছিলেন তাদের ছেড়ে না যেতে। 

নিজেদের দেশেই খেলা হবার পরেও কানায় কানায় পরিপূর্ণ ছিলো না ব্রাজিলের এরিনা ফন্টে নোভার গ্যালারি। বেশ কিছু আসন ফাকাই ছিলো। যারা এসেছেন খেলা দেখতে তারাও ম্যাচ শেষে হতাশ হয়ে দিয়েছেন দুয়ো ধ্বনি।  ভেনেজুয়েলার বিপক্ষে ড্র করার পর নিজেদের মাঠে এসেও উরুগুয়ের বিপক্ষে যখন ড্র করেছে ব্রাজিল। 

যদিও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া মনে করছেন দর্শকদের হতাশা কেবল ফলাফলের জন্য।  ম্যাচ ভালো খেলেছে ব্রাজিল।  তাই তাদের মাথা উচু রাখা উচিৎ। 

অবশ্য রাফিনিয়ার কথা মিথ্যে নয়। পার্ফম্যান্সের বিচারে ম্যাচে  এগিয়ে ছিলো সেলেসাওরাই।  ৬১.৫ শতাংশ সময় বল দখলে রেখে ১৮টি শট নিয়েছে ব্রাজিল। 

কিন্তু অনেক ভালো খেলেছে সেই কথা বলার সুযোগ নেই। কারণ ১৮ শটের মধ্যে মাত্র ৩ টি পোস্টে রাখতে পেরেছিলো ভিনিসিয়াস রাফিনিয়ারা। অন্যদিকে উরুগুয়ে ৮টি শট নিয়ে পোস্টে রাখেছে ২টি শট।

সেই সাথে উরুগুয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ বাছাইয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে পয়েন্ট তালিকার পাঁচ নম্বরে চলে গেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। 

১২ ম্যাচে এটি ব্রাজিলের তৃতীয় ড্র। তালিকার পাঁচ নম্বরে চলে যাওয়া ব্রাজিলের পয়েন্ট এখন ১৮।  সমান ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে দুইয়ে উরুগুয়ে।  অন্য ম্যাচে পেরুকে ১-০ গোলে হারানো বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ২৫ পয়েন্ট নিয়ে অবস্থান করছে সবার শীর্ষে। 

 

এ সম্পর্কিত আরও পড়ুন সমর্থন | ব্রাজিলি