দেশজুড়ে

মাকে হত্যার পর থানায় হাজির খুনি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে মাদকের টাকার জন্য মাকে হত্যার অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। পরে নিজেই থানায় গিয়ে পুলিশের হাতে ধরাও দিয়েছেন।

শনিবার (২৩ নভেম্বর) দিবাগত রাতে শহরের পশ্চিম বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আনোয়ারা বেগম মেরী সদর উপজেলার বড়ুয়া পাড়ার নিয়াজ আহমেদের স্ত্রী। আটক যুবক হোসাইন মোহাম্মদ আবিদ।

কক্সবাজার সদর থানার ওসি ইলিয়াস খান এ তথ্য নিশ্চিত করেছেন।

কক্সবাজার সদর থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ স্থানীয়দের বরাত দিয়ে জানান, আবিদ প্রায় মাদেকর টাকার জন্য মাকে অত্যাচার করতেন। সর্বশেষ আজ শনিবার দিবাগত রাতে মাকে কুপিায়ে হত্যা করেন। হত্যাকাণ্ডের সময় মা-ছেলে ঘরে ছিলেন। অসুস্থ বাবা নিয়াজ আহমেদ রয়েছেন চট্টগ্রামে চিকিৎসার জন্য মেয়ের বাসায়। 

নিহত নারীর মুখ, মাথা ও হাতে কোপের জখম রয়েছে। হত্যার পর বাইর থেকে দরজা লাগিয়ে নিজে থানায় গিয়ে হত্যার বিষয়টি পুলিশকে জানান আবিদ। পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

ওসি ইলিয়াস খান জানান, ময়না তদন্তের জন্য মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন হত্যা