ফুটবল

নেশনস লিগের কোয়ার্টার ফাইনালে যে যার মুখোমুখি

উয়েফা নেশনস লিগ কোয়ার্টার ফাইনালের ৮ দল কে কার মুখোমুখি হবে তা নিশ্চিত হয়েছে। গতকাল শুক্রবার উয়েফার সদর দপ্তর সুইজারল্যান্ডের নিয়নে শেষ আটের ড্র অনুষ্ঠান হয়েছে।  

ড্রতে গ্রুপ চ্যাম্পিয়ন হওয়া চার দলকে এক পটে, গ্রুপ রানার্সআপ হওয়া চার দলকে আরেক পটে রাখা হয়।

নিজেদের গ্রুপ থেকে সেরা হয়েছিল ফ্রান্স, পর্তুগাল, স্পেন ও জার্মানি। ফরাসিরা একটি ম্যাচ হারলেও অন্য তিন দল অপরাজিত থেকে কোয়ার্টার ফাইনালে ওঠে। অন্যদিকে নিজেদের গ্রুপ থেকে দ্বিতীয় হয়ে শেষ আটে জায়গা করে নেয় ডেনমার্ক, ইতালি, নেদারল্যান্ডস ও ক্রোয়েশিয়া।

সেমিফাইনালে ওঠার লড়াইয়ে ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল লড়বে ডেনমার্ককে বিপক্ষে। বর্তমান চ্যাম্পিয়ন স্পেন পেয়েছে নেদারল্যান্ডসকে।  ফ্রান্সের প্রতিপক্ষ ক্রোয়েশিয়া।  আর জার্মানি মুখোমুখি হবে ইতালির।

 

কোয়ার্টার ফাইনালগুলো হবে দুই লেগে। প্রথম লেগ আগামী বছরের ২০ মার্চ, ফিরতি লেগ ২৩ মার্চ।  প্রথম লেগ হবে গ্রুপ পর্বে রানার্সআপ হয়ে শেষ আটে জায়গা করে নেওয়া দলগুলোর মাঠে।   

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি

স্পেননেদারল্যান্ডস

ফ্রান্সক্রোয়েশিয়া

পর্তুগালডেনমার্ক

জার্মানিইতালি

 

 

 

 

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন নেশনস | কোয়ার্টার | ফাইনালে