বিনা উইকেটে দিন শেষ করেছে ভারত, স্কোরবোর্ডে ১৭২ রান। আর লিড ২১৮ রানে পৌঁছেছে।
দ্বিতীয় দিনে এমন খেলা উপহার দিয়েছেন দুই ভারতীয় ওপেনার যশস্বী জয়সোওয়াল ও লোকেশ রাহুল। জয়সোওয়াল সেঞ্চুরির পথেই আছেন, ১৯৩ বল খেলে নিয়েছেন ৯০ রান। অন্যদিকে ১৫৩ বল খেলে ৬২ রানে অপরাজিত আছেন রাহুল। এদিন জয়সোওয়ালের ঝুলিতে এক রেকর্ডও উঠেছে।
টেস্ট ক্রিকেটে এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ ছক্কার রেকর্ড এখন জয়সোওয়ালের। প্রথম ইনিংসে ৮ বল খেলে শূন্য রানে ফেরা এই ব্যাটার দ্বিতীয় ইনিংসে এখন পর্যন্ত দুইটি ছক্কা হাঁকিয়েছেন। ৪৭তম ওভারের প্রথম বলে পাওয়া ছক্কায়, নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালামকে ছুঁয়ে ফেলেন জয়সোওয়াল।
২০১৪ সালে ৩৩ টি ছক্কা মেরে রেকর্ড গড়েছিলেন ম্যাককালাম। সেবার মাত্র ৯ টেস্ট খেলেই এই রেকর্ড গড়েন তিনি।
আজ, ৫২তম ওভারের চতুর্থ বলে নাথান লায়নকে মারা ছক্কায় ম্যাককালামকে ছাড়িয়ে যান জয়সোওয়াল। এই ভারতীয় ব্যাটার ৩৪ টি ছক্কা হাঁকালেন ১২ টি টেস্ট খেলে।
এই তালিকার পরের নামগুলো; বেন স্টোকস, অ্যাডাম গিলক্রিস্ট, বীরেন্দর শেবাগ, অ্যান্ড্রু ফ্লিনটন।
এম এইচ//