টুকিটাকি

নিজের কফিন নিজেই পরখ করুন!

অনলাইন ডেস্ক

জাপানের গ্রেভটোকিও নামক একটি কোম্পানি সম্প্রতি আয়োজন করেছিল এক অভিনব বিক্রয় অনুষ্ঠান। অনুষ্ঠানে গ্রাহকরা মৃত্যুর পর নিজেদের কাস্টম কফিনসহ বিভিন্ন ধরনের অন্ত্যেষ্টিক্রিয়ার পণ্য যাচাই বাছাই করেন। তারা কফিনে শুয়ে অভিজ্ঞতা নেন। 

টাকাসাকি শহরে আয়োজিত অনুষ্ঠানে গ্রাহকরা সুন্দর সুন্দর কফিনে শুয়ে দেখেন। যাচাই করেন জীবনের শেষ যাত্রার সময় প্রয়োজনী পণ্য মোমবাতির স্ট্যান্ড, সমাধি পাথর এবং নিজের দাফনের পোশাক।

অনুষ্ঠানে গ্রাহকরা নিজের শখ, পছন্দ, নক্সা অনুযায়ী কফিন বানানোর অর্ডার করেন। এতে কাস্টমাইজড সেবা পাচ্ছেন তারা। কেউ কেউ মনে করেন,  এমন আয়োজন মৃত্যুর সঙ্গে সম্পর্কিত সামাজিক বিষয়ের প্রতি মানুষের মনোভাব বদলানোর চেষ্টা করে। 

আয়োজনে জানানো হয়, অর্ডার করলে কফিনের ডিজাইন, রঙ, কাঠের ধরণ, সাজসজ্জাসহ সবকিছু গ্রাহকের পছন্দমতো তৈরি করা হয়। এমনকি কফিনে ব্যক্তিগত নাম বা প্রিয় কোন শব্দও অন্তর্ভুক্ত করে দেয়া হয়। শুধু বিক্রি নয়, এমন আয়োজনে একটি শিল্পের নতুন দিক তুলে ধরার প্রচেষ্টা করেছে আয়োজকরা। 

আয়োজক কোম্পানির ডিজাইনার মিকাকো ফুসে বলেছেন, তাদের আয়োজনে অভিজ্ঞতা নিয়ে অনেকেই বলেন " মৃত্যু তেমন ভয়ংকর নয়, বরং কিছুটা উজ্জ্বল।" 

তিনি বলেন, "যারা কফিনে শুয়ে অভিজ্ঞতা নিয়েছেন, তারা আর কখনো মৃত্যুকে ভয় পাননি। তারা বুঝেছেন, মৃত্যু আসলে ভয় পাওয়ার কিছু নয়।"

একজন গ্রাহক বলেন, তিনি গ্রেভটোকিও-এর সম্পর্কে ইনস্টাগ্রামের মাধ্যমে জানতে পারেন। সেখানে একটি মর্চুয়ারি ট্যাবলেট দেখতে গিয়েছিলেন। 

তিনি আরও বলেন, "আমি ভাবলাম, যারা চলে গেছেন, তাদের স্মরণে কিছু সুন্দর জিনিস রেখে গেলে, বেঁচে থাকা আত্মীয়-স্বজনদের ভালো লাগবে," 

২০১৫ সালে প্রতিষ্ঠিত গ্রেভটোকিও মূলত ২০২২ সালে কাস্টম কফিন ডিজাইনের কাজ শুরু করে। এ ধরনের একটি অনন্য অভিজ্ঞতা তাদের ব্যবসার নতুন দিগন্ত খুলে দেবে বলে আশাবাদ জানিয়েছেন কোম্পানীর নীতি নির্ধারকরা।

 

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন কফিন | জাপান