ফুটবল

শেষ মুহুর্তে দুই গোল হজম করে বার্সেলোনার ড্র

সেল্টা ভিগোর বিপক্ষে ম্যাচের ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিলো বার্সেলোনা।  অথচ ম্যাচের বাকি সময়টায় দুই গোল হজম করে নাটকীয়ভাবে সেই ম্যাচ ড্র করেছে কাতালানরা।

শনিবার (২৪ নভেম্বর) রাতে ম্যাচের শুরুতে রাফিনহার গোলে এগিয়ে যায় বার্সেলোনা। খেলার ১৫ মিনিটে গোল করেই এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। এরপর ৬১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রবার্ট লেভান্ডোভস্কি।

এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করার পর দবিতীয়ার্ধেও নিয়ন্ত্রণ রেখেই জেতার দিকে যাচ্ছিলো বার্সা। কিন্তু ৮২ মিনিটে মার্কো কাসাডো লাল কার্ড পেলে ১০ জনের দলে পরিণত হয় বার্সেলোনা।  এরপরই ৮৪ ও ৮৬ মিনিটে পর পর দুই গোল হজম করে দলটি।

এই ড্রয়ে লিগে পরপর দুই ম্যাচে পয়েন্ট হারাল হ্যান্সি ফ্লিকের দল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা সাত জয়ের পর সবশেষ আন্তর্জাতিক ফুটবলের বিরতির আগে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল বার্সেলোনা।

 

১৪ ম্যাচে ৩৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে বার্সা। সমান ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে দুইয়ে আতলেতিকো। তৃতীয় রিয়াল মাদ্রিদের সংগ্রহ ১২ ম্যাচে ২৭ পয়েন্ট।

এ সম্পর্কিত আরও পড়ুন বার্সেলোনা | ড্র