জাতীয়

শিক্ষার্থীদের সমস্যা শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করছি : স্বরাষ্ট্র উপদেষ্টা

কৃষি ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমরা চাই না আগের সরকারের মত ছাত্র ভাইদের কঠোরভাবে দমন করতে। আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমস্যা সমাধানের চেষ্টা করছি। যারা আন্দোলন করছে তারা আমারই ভাই, আমরা কাদের ওপর কঠোর হবো

মঙ্গলবার (২৬ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরের বাঁধ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন,  ‘ছাত্ররা যেন রাস্তায় না নামে, রাস্তা ব্লক না করে। এতে জনগণের সমস্যা হয়। এটা তাদের বোঝাতে হবে। তাদের সঙ্গে আলোচনা করেই আমরা সব সমাধান করতে চাই। আমরা এ বিষয়ে কঠোর হতে চাই না।’

শিক্ষার্থীদের রাস্তায় না নেমে দাবি নিয়ে আলোচনার অনুরোধ করে তিনি বলেন,  ‘শিক্ষকেরা আছেন, শিক্ষার্থী প্রতিনিধিরা আছেন তাঁরা আলোচনা করে যেকোনো সমস্যার সমাধান করতে পারেন। প্রয়োজনে আমাদের সঙ্গে ছাত্র প্রতিনিধিরা বসতে পারেন। তাঁরা তো আমাদের সবার আপনজন। রাস্তা ব্লক করলে সবাই অসুবিধায় পড়েন। তাঁদের সব দাবিদাওয়া আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধান করা হবে। যেকোনো কথা, দাবি–দাওয়ার প্রয়োজনে সোহরাওয়ার্দী উদ্যানে জমায়েত হওয়া যায়। রাস্তা বন্ধ করা ঠিক নয়। এটা ছাত্রদের বোঝাতে হবে। এই দায়িত্ব সবার।’

কৃষকদের উদ্দেশে তিনি আরও বলেন, কৃষকদের চিন্তার কোনো কারণ নেই। পর্যাপ্ত পরিমাণ সার ও বীজ মজুত আছে। সরকার কৃষকদের পাশে থেকে এ বছর বোরো ধান ঘরে তুলবে বুলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন

প্রসঙ্গত, এসময়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানসহ সুনামগঞ্জ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন স্বরাষ্ট্র উপদেষ্টা