ফুটবলের বাজপাখি বললে এক নামে এমিলিয়ানো মার্তিনেজকে চেনে সবাই। তবে আধুনিক ক্রিকেটে 'বাজপাখি', 'সুপারম্যান' তকমা পেয়েছেন গ্লেন ফিলিপস। মাঠে দারুণ সব ফিল্ডিংয়ে তাক লাগিয়ে দেন এই নিউজিল্যান্ড ক্রিকেটার।
ক্রাইস্টচার্চে চলছে ইংল্যান্ড-নিউজিল্যান্ড সিরিজের প্রথম টেস্ট। আজ দ্বিতীয় দিনে, ইংল্যান্ড ইনিংসের ৫৩তম ওভারের ঘটনা। ততক্ষণে হ্যারি ব্রুক ও অলি পোপ মিলে গড়েছেন ১৫১ রানের জুটি।
টিম সাউদির করা দ্বিতীয় ডেলভারি, শর্ট লেন্থের বল কাট করতে গেলেন অলি পোপ, ব্যাকওয়ার্ড পয়েন্টের ওপর দিয়ে বলটি উড়ে যাচ্ছিলো। তবে সেই উড়ে যাওয়া বলেই বাধা হয়ে এলেন ফিলিপস। নাগালের অনেকটা বাইরে দিয়ে চলে যেতে থাকা বলটিকে শূন্যে ঝাঁপিয়ে তালুবন্দি করলেন। মাঠে থাকা অনেকের চোখ তখন যেনো ঠিকরে বের হয়ে আসার যোগাড় হলো, দুর্দান্ত এক ক্যাচ নিলেন ফিলিপস। অলি পোপও অবিশ্বাস্যের হাসি দিয়ে ৮ টি চারে ৭৭ রান করে মাঠ ছাড়লেন।
ফিলিপসের এই অতিমানবীয় ক্যাচ নেয়ার দিনেও ভালো ফিল্ডিং করেনি নিউজিল্যান্ড। একে একে ৬ টি ক্যাচ ছাড়ে স্বাগতিকরা। প্রথম ইনিংসে ৩৪৮ রানে অলআউট হওয়া কিউইদের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে ৩১৯ রানে দ্বিতীয় দিন শেষ করেছে ইংল্যান্ড। তবে ক্যাচ মিসের মহড়া না দিলে নিউজিল্যান্ডের অবস্থান আরও কিছুটা ভালো জায়গায় থাকতে পারতো।
এম এইচ//