পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় রাজ্য খাইবার পাখতুনখোয়ার কুররাম জেলায় শিয়া সুন্নি সংঘাতে নিহত হয়েছেন আরও ১৩ জন। নিহতদের মধ্যে দুইজন সুন্নি ও বাকি ১১জন শিয়া সম্প্রদায়ের। সাম্প্রদায়িক সংঘাতে এ নিয়ে জেলাটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ১২৪ জনে।
স্থানীয় সরকারের বরাতে শনিবার (৩০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্সের সংবাদমাধ্যম এএফপি।
দুই পক্ষের মধ্যে খুবই আস্থার অভাব রয়েছে এবং কোন পক্ষই সংঘাত বন্ধে সরকারের আদেশ মানছে না, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক কর্মকর্তা এএফপিকে জানিয়েছে।
পাকিস্তান সুন্নি প্রধান দেশ। তবে দেশটির আফগানিস্তান সীমান্তবর্তী কুররাম জেলায় শিয়া সম্প্রদায়ের অনেক মানুষ বাস করে। জেলাটিতে বেশ কয়েকদিন ধরে দুই সম্প্রদায়ের মধ্যে চলছে ব্যাপক সংঘাত।
এনএস/