আন্তর্জাতিক

গাজায় গেলো ২৪ ঘণ্টায় আরও ১০০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে  গেলো ২৪ ঘণ্টায় ইসরাইলি হামলায় কমপক্ষে আরও ১০০ জন নিহত হয়েছেন । রোববার (১ ডিসেম্বর) তুরস্ক ভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলুর এক প্রতিবেদনে এসব তথ্য জানা যায়। 

আনাদোলু প্রতিবেদনে জানা যায় , বেসামরিক প্রতিরক্ষা মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, বেইত লাহিয়ায় দুটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় ৭৫ জন নিহত হয়েছেন। বাকিরা জাবালিয়া এবং উত্তর গাজার অন্যান্য এলাকায় নিহত হয়েছেন।

গেলো সপ্তাহে, আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

উল্লেখ্য, ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর থেকে গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৪৪ হাজার ৩৮২ জনের মৃত্যু হয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও ১০ হাজারেরও বেশি মানুষ নিখোঁজ রয়েছেন। আহত হয়েছেন এক লাখেরও বেশি মানুষ।

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন গাজা | ফিলিস্তিনি