ঘূর্ণিঝড় ‘ফিনজাল’ ভারতের তামিলনাড়ু উপকূল অতিক্রম করেছে। রোববার (১ ডিসেম্বর) ভোরে কারাইকাল ও মহাবালিপুরমের স্থলভাগে আঘাত করার সময় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৭০ কিমি। ঘূর্ণিঝড়ে এখন পর্যন্ত তিনজন নিহত হয়ছেন। রোববার (১ ডিসেম্বর) হিন্দুস্থান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
ভারতের আবহাওয়া বিভাগ তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ ও পুদুচেরিতে লাল সতর্কতা জারি করেছে। স্থলভাগে আঘাত হানার পর ঘূর্ণিঝড়টি ধীরে ধীরে গভীর নিম্নচাপে পরিণত হবে। এসব এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন রাজ্যের জরুরি অপারেশন সেন্টারে পরিস্থিতি পর্যালোচনা করেছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় ত্রাণশিবির স্থাপন, খাবার বিতরণ এবং জলাবদ্ধতা নিরসনে ২২,০০০ কর্মী কাজ করছেন। বিভিন্ন ক্ষমতার ১,৬৮৬টি পাম্পিং মোটর ব্যবহৃত হচ্ছে।
ভারতীয় সেনাবাহিনী ও ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এনডিআরএফ) নেতৃত্বে ত্রাণ অভিযান শুরু হয়। প্রথম দুই ঘণ্টায় ১০০ জনের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়।
চেন্নাই বিমানবন্দরে ফ্লাইট পরিচালনা রোববার ভোর ৪টায় পুনরায় শুরু হলেও বেশ কিছু ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়। রেল এবং সড়ক পরিবহনেও প্রভাব দেখা যায়।
পুদুচেরি ও কাঞ্চিপুরমসহ বিভিন্ন অঞ্চলে স্কুল-কলেজ বন্ধ করে দেয়া হয়েছে। জেলেদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। স্থানীয় প্রশাসন ক্ষতি এড়াতে মাছ ধরার নৌকা সরিয়ে নিতে বলেছে।
উপকূলীয় এলাকায় উচ্চ জোয়ার ও বৃষ্টি অব্যাহত রয়ছে। আবহাওয়ার পরিবর্তনে নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ দেয়া হয়েছে।
জেডএস/