জাতীয়

হাইকমিশনে হামলার প্রতিবাদে

নিজের চরকায় তেল দেন; মমতাকে ছাত্র অধিকার পরিষদ

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

ভারতে বাংলাদেশে সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে মশাল মিছিল করেছে ছাত্র অধিকার পরিষদ। সোমবার (২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়।

এসময় ছাত্র অধিকার পরিষদের সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, নির্বাচনের আগে ভারত আওয়ামী লীগের পক্ষ নিয়েছিল। এখন তারা শেখ হাসিনাসহ সাথী-সঙ্গীদের জায়গা দিয়েছে। তিনি বলেন, আমাদেরকে এখন দুই ফ্রন্টে যুদ্ধ করতে হবে। একদিকে আওয়ামী লীগের দোসরদের বিরুদ্ধে অন্যদিকে ভারতের উগ্রবাদী হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। আমরা বারবার বলেছি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন। কিন্তু সরকার তা করেননি।

মমতা ব্যানার্জীকে উদ্দেশ্য করে তিনি বলেন, নিজের চরকায় তেল দেন। আপনার দেশে সংখ্যালঘুদের নির্যাতন করা হচ্ছে। তাদের নিরাপত্তা নিশ্চিত করেন। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবেন না। আপনারা জাতিগতভাবে ঐক্যবদ্ধ কী না, তা নিয়েও আমি প্রশ্ন রাখতে চাই।

সরকারের উদ্দেশ্যে বিন ইয়ামিন মোল্লা বলেন, আমরা তো বিপ্লবী সরকার চেয়েছিলাম, তাহলে কীভাবে এরকম একটি সরকার গঠিত হলো। 

জজজ/জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন হাইকমিশন | ছাত্র অধিকার পরিষদ