আন্তর্জাতিক

পাকিস্তান থেকে উন্নত মানের চিনি কিনলো বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক

পাকিস্তান থেকে উন্নত মানের ২৫ হাজার টন চিনি ক্রয় করেছে বাংলাদেশ সরকার। চিনির এই চালান আগামী মাসে করাচি বন্দর হয়ে চট্রগ্রাম বন্দরে পৌঁছাবে। এমনটি জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম দ্য নিউজ ইন্টারন্যাশনাল

পাকিস্তানি কর্মকর্তাদের মতে, অনেক যুগ পরে ভ্রাতৃপ্রতিম বাংলাদেশে পাকিস্তানি চিনি প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো বড় পরিমাণে চিনি রপ্তানি করছে। আগে বাংলাদশ ভারত থেকে চিনি আমদানি করছিলো। গেলো সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি টন চিনি ৫৩০ ডলারে বিক্রি হয়।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের অনুমোদনক্রমে দেশটির চিনি  প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলো এই বছর কম বেশি ছয় লক্ষ টন চিনি বিভিন্ন দেশে রপ্তানি করবে, প্রতিবেদনে এমনটি জানানো হয়েছে। 

 

এনএস/  

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তান