খেলাধুলা

পাকিস্তানের তিন সিরিজের দল ঘোষণা, ফিরলেন বাবর

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ সংস্করণের সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। সবশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দলে না থাকা বাবর আজম এবার তিন সংস্করণেই থাকছেন। বিশেষভাবে বললে সাজিদ খান বাদ পড়েছেন। যিনি ঘরের মাটিতে ইংল্যান্ডকে হারানোর ক্ষেত্রে অন্যতম বড় ভূমিকা রেখেছেন।

শাহিন শাহ আফ্রিদিকে সাদা বলের সিরিজে রাখা হলেও, টেস্টে রাখা হয়নি। ইংল্যান্ড সিরিজে বাদ পড়া নাসিম শাহ অবশ্য ফিরেছেন সাদা পোশাকে। সাজিদের সঙ্গে স্পিনার নোমান আলী খানও বাদ পড়েছেন। প্রোটিয়া সফরে কেবল আবরার আহমেদ বিশেষায়িত স্পিনার হিসেবে যাচ্ছেন।

দক্ষিণ আফ্রিকার মাটি সাধারণত পেস অ্যাটাকে পরিপূর্ণ। সেখানেই গুরুত্ব দিয়েছে পাকিস্তান।

টি-টোয়েন্টি সিরিজ দিয়ে আগামী ১০ ডিসেম্বর শুরু হচ্ছে দুই দলের লড়াই। পুরো ৩ সিরিজ শেষ হবে ৭ জানুয়ারিতে।

 

দক্ষিণ আফ্রিকা সফরে পাকিস্তান স্কোয়াড

টেস্ট : শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমির জামাল, আবদুল্লাহ শফিক, বাবর আজম, হাসিবুল্লাহ, কামরান গুলাম, খুররম শেহজাদ, মির হামজা, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, নোমান আলি, সাইম আইয়ুব, সালমান আলি আগা।

ওয়ানডে : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, কামরান গুলাম, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির, উসমান খান।

টি-টোয়েন্টি : মোহাম্মদ রিজওয়ান (অধিনায়ক), আবরার আহমেদ, বাবর আজম, হারিস রউফ, জাহানদাদ খান, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ ইরফান খান, ওমাইর বিন ইউসুফ, সাইম আইয়ুব, সালমান আলি আগা, শাহিন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, তৈয়ব তাহির, উসমান খান।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন পাকিস্তান | দক্ষিণ আফ্রিকা | স্কোয়াড | বাবর আজম