আন্তর্জাতিক

পর্নস্টারকে ঘুষ

পর্নস্টারকে ঘুষ, মামলা তুলে নিতে আদালতে ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ছবি: সংগৃহীত

পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে ঘুষ দেয়ার মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে আগামী বছরের ২০ জানুয়ারি প্রেসিডেন্ট দিসেবে শপথ নেয়ার আগে এই মামলা তুলে নিতে মঙ্গলবার (৩ ডিসেম্বর) নিউইয়র্কের আদালতে আবেদন জানিয়েছেন তার আইনজীবীরা। বুধবার (৪ ডিসেম্বর) জার্মানভিত্তিক সংবাদন মাধ্যম ডয়েচে ভেলের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।  

ট্রাম্পের আইনজীবীরা দাবি করেছেন, এই মামলা ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে কাজ করার ক্ষেত্রে বাঁধা সৃষ্টি করতে পারে। তাদের মতে, প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর অফিসে মনোযোগী হওয়াই তার জন্য জরুরি। তাই মামলাটি খারিজ করা উচিত।

ট্রাম্পের আইনজীবীরা আদালতে আরও উল্লেখ করেছেন যে, বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেনকে ক্ষমা করেছেন। তাদের বক্তব্য, একই দৃষ্টান্ত অনুসরণ করে ট্রাম্পের মামলাটিও খারিজ করা উচিত।

তবে, ট্রাম্পের বিরোধী পক্ষ এই যুক্তি মানতে নারাজ। তাদের মতে, আইন সবার জন্য সমান। প্রেসিডেন্ট হওয়ার কারণেই ট্রাম্পের মামলা খারিজের কোনো যুক্তি থাকতে পারে না।

ম্যানহাটানের বিচারক জুয়ান মারচান গেলো মাসে জানিয়েছেন করেছিলেন, ট্রাম্পের বিরুদ্ধে শাস্তি দেয়া আপাতত স্থগিত রাখা হবে। কারণ, নতুন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের জন্য তাকে সময় দেয়া দরকার। তবে এই সিদ্ধান্ত যে চূড়ান্ত নয়, তা-ও স্পষ্ট করেছেন তিনি।

উল্লেখ্য, ২০১৬ সালের নির্বাচনের আগে ট্রাম্প পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে মুখ বন্ধ রাখার জন্য ১,৩০,০০০ ডলার ঘুষ দিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। ড্যানিয়েলসের সঙ্গে তার সম্পর্ক ছিল। তিনি যেনো এ কথা প্রকাশ্যে না আনেন, সেজন্যই ঘুষ দেয়া হয়েছিল। আদালত এটিকে অপরাধ হিসেবে গণ্য করে তাঁকে দোষী সাব্যস্ত করেছিল।

 

জেডএস/ 

এ সম্পর্কিত আরও পড়ুন পর্নস্টার স্টর্মি ড্যানিয়েলসকে | ঘুষ দেয়ার মামলায় | যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট