আন্তর্জাতিক

গাজায় বিমান হামলায় ২৪ ঘণ্টায় ২৮ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক

ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরাইলি হামলায় কমপক্ষে আরও ২৮ জন ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এতে করে অবরুদ্ধ এই ভূখণ্ডে নিহতের সংখ্যা ৪৪ হাজার সাতশ৮৬ জনে পৌঁছে গেছে। যেখানে আহতের সংখ্যা লক্ষাধিক।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে তুরস্কের বার্তাসংস্থা আনাদোলুর প্রতিবেদনে বলা হয়, গাজা উপত্যকায় ইসরাইলি হামলায় চারটি পরিবারের ২৮ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫৪ জন। 

মন্ত্রণালয় আরও বলছে, চলমান এই হামলায় আরও এক লাখ ৬ হাজার একশ৮৮ জন ব্যক্তি আহত হয়েছেন। এসব হামলায় এখনো অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে বা অবরুদ্ধ স্থানে আটকা পড়ে আছেন। যাদের কাছে উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছে না।

প্রসঙ্গত, গেলো বছরের ৭ অক্টোবর থেকে হামাসের হামলার পর ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে নজিরবিহীন হামলা চালিয়ে আসছে ইসরাইলি বাহিনী।

 

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন ফিলিস্তিনি | গাজা