ঢাকা থেকে ভারতের আগরতলা অভিমুখে লংমার্চ কর্মসূচি করছে বিএনপির তিন অঙ্গসংগঠন। এরমধ্যে লংমার্চ'টি ব্রাহ্মণবাড়িয়ায় প্রবেশ করেছে। পুরো এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বুধবার (১১ ডিসেম্বর) বিএনপির যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা মিলে এই লংমার্চে অংশ নিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ জাবেদুর রহমান গণমাধ্যমে জানান, 'বাংলাদেশ-ভারত সীমান্তের ৩৫০ গজ দূরে সমাবেশকে ঘিরে প্রায় ২০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। কোনোভাবে যেন আইনশৃঙ্খলা পরিস্থির অবনতি না হয় সেজন্য নজরদারি বাড়ানো হয়েছে।'
এছাড়াও সীমান্তে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে সর্তক অবস্থানে আছে বিজিবি।
উল্লেখ্য, ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও জাতীয় পতাকার অবমাননা ও সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ষড়যন্ত্রের প্রতিবাদে এ লংমার্চ করছে বিএনপির তিন অঙ্গসংগঠন।
এম এইচ//