কুয়াশার মাত্রা কমে যাওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ-রুটে ৭ ঘণ্টা পর ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০ টা ১০ মিনিট থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।
এর আগে, ঘন কুয়াশার কারণে বুধবার সন্ধ্যা থেকেই দৌলতদিয়া-পাটুরিয়াসহ আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ রুটে ফেরি চলাচলে অসুবিধা হচ্ছিল। এরপর রাত ৩ টার দিকে কুয়াশার তীব্রতা বাড়লে, ফেরি চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) মো.সালাহউদ্দিন গণমাধ্যমে বলেন, কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় সকাল ১০টা ১০ থেকে এ রুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। দীর্ঘ ৭ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে কিছু যানবাহনের সিরিয়াল হয়েছে। যা দ্রুত সময়ের মধ্যে কমে যাবে। বর্তমানে এ রুটে ছোট-বড় ১৭টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে।
এম এইচ//