অপরাধ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস লিকুর সহযোগী গ্রেপ্তার

বায়ান্ন প্রতিবেদন

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক এপিএস হাফিজুর রহমান লিকু ও তার সহযোগি আনিসুর রহমান সোহাগ ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি চলার সময় একাধিক হত্যা মামলার আসামি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার এপিএস(সহকারী একান্ত সচিব) হাফিজুর রহমান লিকুর ঘনিষ্ট সহযোগী আনিসুর রহমান সোহাগকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সোমবার (১৬ ডিসেম্বর) রাতে অভিযান চালিয়ে রাজধানীর পল্টন থানার একটি হত্যা মামলার এজহারভুক্ত আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়।

শেখ হাসিনার এপিএস হাফিজুর রহমান লিকু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানক সহ আরো অনেকে প্রভাবশালী নেতার সাথেআনিসুর রহমান সোহাগের সখ্যতা ছিলো। সেই দাপটে অবৈধভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।  

সাবেক প্রধানমন্ত্রীর এপিএস হাফিজুর রহমান লিকুর সকল অবৈধ সম্পদ দেখভালের দায়িত্বও ছিলো সোহাগের উপর। এছাড়া সার্টিফিকেট জালিয়াতিসহ আরো অনেক প্রতারণার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন লিকু | সহযোগী