খেলাধুলা

আজ ঘোষণা হবে ফিফা 'দ্য বেস্ট' পুরস্কার

স্পোর্টস ডেস্ক

ছবি: ফাইল

ব্যালন ডি’অর পুরস্কার জিতেছেন স্প্যানিশ ও ম্যানচেস্টার সিটি মিডফিল্ডার রদ্রি। ভিনিসিয়াস জুনিয়র জেতেননি বলে, তা নিয়ে আলোচনার কোনো শেষ ছিল না। এবার সময় এসেছে ‘ফিফা দ্য বেস্ট’ পুরস্কার ঘোষণার। সেখানেও ভিনিসিয়াস, রদ্রি বড় নাম।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) কাতারে অনুষ্ঠিত হবে ফিফা বর্ষসেরা পুরস্কারের আয়োজন।

ভিনিসিয়াস, রদ্রিরা বড় নাম হলেও- তাদের আছে আরও প্রতিপক্ষ। কিছুটা অবাক করার বিষয় এখানে লিওনেল মেসির নাম রয়েছে। মেসি এখন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার খেলে থাকেন। সেখান থেকে অর্জনের খুব বেশি সুযোগ তৈরি হয় না এই আর্জেন্টাইন তারকার সামনে। এই তিন নাম ছাড়াও, জুড বেলিংহাম, রদ্রিগো, দানি কারভাহাল, ফেদেরিকো ভালভার্দে, টনি ক্রুস, কিলিয়ান এমবাপ্পে- তারা সবাই রিয়াল মাদ্রিদ থেকে আছেন। বাকি দুইজন; বায়ার লেভারকুসেনের ফ্লোরিয়ান ভির্টজ, বার্সেলোনার লামিনে ইয়ামাল।   

বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পাশাপাশি বর্ষসেরা নারী খেলোয়াড়, কোচ, গোলরক্ষক গোলের সংক্ষিপ্ত তালিকা দিয়েছে। বর্ষসেরা একাদশ, ফিফা ফ্যান অ্যাওয়ার্ডের ব্যবস্থাও থাকছে।

২০২৩ সালের ২১ আগস্ট থেকে শুরু করে ২০২৪ সালের ১০ আগস্ট সময়ের পারফরম্যান্স বিবেচনায় নিয়ে এসব পুরস্কার দেয়া হবে।

ফিফার সব সদস্য দেশের অধিনায়ক, কোচ ও সংবাদমাধ্যম প্রতিনিধিদের ভোট থেকে পুরস্কারপ্রাপ্তদের নির্বাচিত করা হবে। এখানে থাকছে ৭৫ শতাংশ ভোট। বাকি ২৫ শতাংশ ভোট দেবেন দর্শকরা। সেরা গোল ও সেরা একাদশে দর্শকদের ভোট ৫০ শতাংশ।

এম এইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন ফিফা দ্য বেস্ট | ভিনিসিয়াস জুনিয়র | রদ্রি