বিএনপি

তারেক রহমানকে দেশে আনার পরিবেশ সৃষ্টি করতে পারিনি : সালাউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনতে পরিবেশ সৃষ্টি করতে পারিনিতবে তিনি আশাবাদী তারেক রহমান শিগগিরই ফিরবেন।

রোববার (৫ জানুয়ারি) লন্ডন থেকে ফিরে ঢাকায় হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এ কথা বলেন।

সংবিধান বাতিল প্রসঙ্গে এ বিএনপি নেতা বলেন, সংবিধান কবর দেয়া যায় না। সংবিধানে পরিবর্তন ও পরিবর্ধন করা যায়।

নির্বাচন সম্পর্কে সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচন বিলম্ব করার যেকোনও কৌশল জনগণ প্রত্যাখ্যান করবে। সুতরাং, দ্রুত নির্বাচন জরুরি। নতুন দলকে স্বাগতম জানানো হবে, তবে সেটা যেন কিংস পার্টি না হয়। তারা যেন সুষ্ঠু ধারায় রাজনীতি করে।

তিনি বলেন, বাংলাদেশে বর্তমানে ফ্যাসিবাদবিরোধী যে ঐক্য গড়ে উঠেছে তার বাস্তবায়নে গণতান্ত্রিক প্রক্রিয়ায় সবার যাওয়া উচিত। জাতীয় ঐক্যের ভিত্তিতে যতদ্রুত সম্ভব নির্বাচনের দিকে যাওয়া উচিত। ভাসা ভাসা সময় না, সবার সঙ্গে আলোচনা করে একটা সঠিক রোডম্যাপ দিতে হবে।

 

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন সালাউদ্দিন