খেলাধুলা

দুই স্তরের টেস্ট কাঠামো নিয়ে সাবেক প্রোটিয়া অধিনায়কের সমালোচনা

স্পোর্টস ডেস্ক

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ ছবি: ফাইল

দুই স্তরের টেস্ট কাঠামো বর্তমানে ক্রিকেটে নতুন আলোচনার নাম। অনেকখানি সমালোচনার জায়গা থেকে মন্তব্য করছেন সাবেক থেকে বর্তমান ক্রিকেটাররা। এবার দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ এই নতুন কাঠামো নিয়ে নিজের মতামত জানিয়েছেন।

ক্রিকেটে বিগ থ্রি হিসেবে পরিচিত; ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড। স্মিথ এই তিন দেশকে উল্লেখ করে বলেন, আপনি কি একটা বিশ্বকে এভাবে কল্পনা করতে পারেন, যেখানে কেবল ৩ টা দেশ ক্রিকেট খেলছে?

আমি খেয়াল করছি, পরবর্তী সাইকেলে ইংল্যান্ড, ভারত ও অস্ট্রেলিয়া নিজেদের মধ্যে কতটা খেলবে। এটা হয়তো ভারতের জন্য আদর্শ হবে। অন্য দেশগুলোর জন্য অর্থনৈতিকভাবে বেশ লাভজনক হবে তাদের বিরুদ্ধে খেলা। কিন্তু বাকিদের জন্য এতা চ্যালেঞ্জিং।

স্মিথ এরপর কাঠামো নিয়ে সমালোচনা করেন, কীভাবে আইসিসি এরকম জিনিস গঠন করতে পারে, যা কেবল ওপরের ৩ দেশকে সুবিধা দেয়। পৃথিবীতে আরও কোন খেলা আছে, যেখানে তিন দেশ নিজেদের মধ্যে খেলে।

ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড থেকে আইসিসির সঙ্গে দুই স্তরের টেস্ট কাঠামো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। নিজেদের মধ্যে এই তিন দেশ আরও বেশি খেলতে পারবে, যদি এমন কিছু চালু হয়ে যায়।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন দুই | স্তরের | টেস্ট | কাঠামো | নিয়ে | সাবেক | প্রোটিয়া | অধিনায়কের | সমালোচনা