২০২৬ বিশ্বকাপ জিততে আমি চেষ্টা করব। আমি সেখানে থাকতে চাই। জাতীয় দলের অংশ হতে আমি সব কিছুই করব।
আমি জানি, এটা হবে আমার শেষ বিশ্বকাপ। আমার শেষ চেষ্টা, আমার শেষ সুযোগ। সেটায় খেলার জন্য আমি সবকিছু করব।
সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে ২০২৬ বিশ্বকাপ খেলা এবং জিততে চাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করেছেন নেইমার জুনিয়র।
কনফেডারেশন কাপ এবং অলিম্পিক সোনা জেতা নেইমার জিততে পারেননি ফুটবলের সবচেয়ে আকাঙ্ক্ষিত শিরোপা বিশ্বকাপ।
২০১৪ সালে প্রথমবার বৈশ্বিক টুর্নামেন্টটি খেলেন নেইমার। ঘরের মাঠে কোয়ার্টার ফাইলে আঘাত পেয়ে থেমে যায় নেইমারের বিশ্বকাপ যাত্রা। সেই আসরে সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হেরে বিদায় নেয় ব্রাজিল।
এর পরের বিশ্বকাপ অর্থাৎ ২০১৮ সালে বেলজিয়ামের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিতে হয় নেইমারকে।
সবশেষ ২০২২ বিশ্বকাপেও কোয়ার্টার ফাইনালেই থামে নেইমারের যাত্রা। ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচটিতে গোলও করেন নেইমার। কিন্তু টাইব্রেকারে হেরে বিদায় নিতে হয় তাকে।
২০২৬ বিশ্বকাপ খেলা এখনো নিশ্চিত হয়নি ব্রাজিলের। ১২ ম্যাচে পাঁচ জয় নিয়ে টেবিলের পাঁচ নম্বরে আছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। নেইমারও ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে চোট পাওয়ার পর এখনো ফিরতে পারেননি ব্রাজিলের জার্সিতে।