কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানাতে সামরিক ও অর্থনৈতিক বল প্রয়োগ করা হতে পারে- নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।
ট্রুডো বলেন, “যুক্তরাষ্ট্র এবং কানাডা একে অপরকে সবচেয়ে বড় বাণিজ্যিক ও নিরাপত্তা সহযোগী। এতে দুই দেশের কর্মী ও সমাজ উপকৃত হচ্ছে। কিন্তু আমরা কখনো যুক্তরাষ্ট্রের অংশ হব না।”
গেলো ৫ নভেম্বর দ্বিতীয়বার প্রেসিডেন্ট নির্বাচিত হন ট্রাম্প। এরপর কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অভিহিত করেন তিনি। মঙ্গলবার ফ্লোরিডায় ডোনাল্ড ট্রাম্পের রিসোর্টে একটি সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
সেখানে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিলো, পানামা খাল ও গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ নিতে তিনি চেষ্টা চালিয়ে আসছেন- আর এই ক্ষেত্রে সফল হতে সামরিক ও অর্থনৈতিক বল প্রয়োগ করা হবে না, তিনি কী বিশ্বকে এমন নিশ্চয়তা দিতে পারবেন।
জবাবে ট্রাম্প বলেন, ‘না, এই দুই সম্ভাবনার কোনটিই উড়িয়ে দেয়া যায় না। কিন্তু আমি এটা বলতে পারি যে, অর্থনৈতিক নিরাপত্তার জন্য তাদের আমার প্রয়োজন।’
অন্যদিকে আগামী ২০ জানুয়ারি মার্কিন মসনদে বসতে যাওয়া ট্রাম্প কানাডাকেও যুক্তরাষ্ট্রের রাজ্য বানাতে আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া ইউরোপের বৃহত্তর সামরিক জোট ন্যাটোর অন্যান্য সদস্যদের সামরিক বাজেট বৃদ্ধির দাবি জানিয়েছেন তিনি। পাশাপাশি, মেক্সিকো উপসাগরের নাম ( গালফ অফ মেক্সিকো) পরিবর্তন করে আমেরিকা উপসাগর ( গালফ অফ আমেরিকা) করতে চান ট্রাম্প।
এনএস/