ঢাকার সাভারে বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অ্যাম্বুলেন্সে থাকা চার জন ব্যক্তি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন।
বুধবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত ফায়ার সার্ভিসের কর্মকর্তা।
অ্যাম্বুলেন্সের সঙ্গে দুটি বাসের সংঘর্ষের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে যান তিনটিতে আগুন লেগে পুড়ে মারা গেছেন চারজন। তারা সবাই অ্যাম্বুলেন্সের যাত্রী ছিলেন বলে জানা গেছে।
আলাউদ্দিন জানান, খবর পেয়ে তারা গিয়ে রাত পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা চারজন অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। তাদের মরদেহ উদ্ধার করে পুলিশে হস্তান্তর করা হয়েছে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা আলাউদ্দিন আরও জানান, আহত সাতজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, ‘বাসের পেছনের দিকে অ্যাম্বুলেন্সের সংঘর্ষ হলে সিলিন্ডার বিস্ফোরণে দুটি গাড়িতেই আগুন লেগে যায় পরে তা আরও একটি পরিবহনে ছড়িয়ে পড়ে। এসময় অগ্নিদগ্ধ হয়ে চারজন মারা যান।’
ওসি আরও জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহগুলো উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
জেএইচ