খেলাধুলা

ঘরের মাটিতে টানা দুই জয় সিলেটের

স্পোর্টস ডেস্ক

ছবি: সংগৃহীত

জয়ের ধারায় ফিরতে শুরু করেছে সিলেট। দিনের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সকে ৮ রানে পরাজিত করেছে সিলেট স্ট্রাইকার্স। ম্যাচটি টান টান উত্তেজনার মুহূর্ত নিয়েছিল।

প্রথমে ব্যাট করতে নেমে ৫ উইকেট হারিয়ে ১৮২ রান সংগ্রহ করে সিলেট। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রানে থামে খুলনা।

জয়ের জন্য শেষ ওভারে ১৯ রান প্রয়োজন ছিল খুলনার। রুয়েল মিয়ার প্রথম বলে একটি সিঙ্গেল নেন মাহিদুল ইসলাম অঙ্কন। পরের দুই বলে দুইটি বাউন্ডারি হাঁকিয়েছেন আবু হায়দার রনি। আবু হায়দার ও মাহিদুল অঙ্কন পরের দুই বলে আউট হয়ে ফিরেছেন। শেষ বলে এসেছে এক রান।

খুলনার পক্ষে ব্যাট হাতে ওপেনার উইলিয়াম বোসিস্তো ৪৩ (৪০) রান করে ফিরেছেন। এই অস্ট্রেলিয়ান বাদে টপ অর্ডার ব্যর্থই ছিল। লোয়ার অর্ডারে গিয়ে মোহাম্মদ নওয়াজ ও মাহিদুল অঙ্কন মিলে খুলনাকে আশা দেখিয়েছেন। এর আগে ১২তম ওভারের মধ্যে ৮১ রান তুলে ৪ উইকেট হারিয়ে বসেছিল দলটি।

নওয়াজ ১৮ বল খেলে ৩৩ রান করে বিদায় নিয়েছেন। মাহিদুলের ব্যাটে এসেছে ১৬ বলে ১৮ রান। তবে শেষদিকের চাপ আর সামলাতে পারেনি খুলনা, প্রতিরোধ গড়ে তুললেও লাভবান হয়নি।

সিলেটের পক্ষে বল হাতে তানজিম হাসান সাকিব, রিস টপলি ও রুয়েল মিয়া ২ টি করে উইকেট নিয়েছেন।

এর আগে প্রথমে ব্যাট করতে নেমে রনি তালুকদার ও জাকির হাসানের পঞ্চাশোর্ধ ইনিংস এসেছে। রনি ওপেনিংয়ে নেমে ৪৪ বলে ৫৬ রান করেছেন। জাকির অপরাজিত ছিলেন ৪৬ বলে ৭৫ রান করে। অধিনায়ক আরিফুল হক অপরাজিত ছিলেন ১৩ বলে ২১ রানে।

এমএইচ//

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন সিলেট স্ট্রাইকার্স | খুলনা টাইগার্স