দেশজুড়ে

৫৩ রোহিঙ্গা পুশব্যাক, কারাগারে ৫ দালাল

কক্সবাজার প্রতিনিধি

বান্দরবানের আলীকদম উপজেলার বুজির মুখ সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশকরা ৫৮ মায়ানমার নাগরিকের মধ্যে ৫৩ জনকে পুশব্যাক করা হয়েছে। তাঁদের এ দেশে অনুপ্রবেশে সহায়তা করার অভিযোগে পাঁজচনের বিরুদ্ধে মানব পাচার ও প্রতিরোধ দমন আইনে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়।

রোববার (১২ জানুয়ারি) বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন বান্দরবানের আলীকদম থানার ওসি মির্জা জহির উদ্দীন।

তিনি বলেন, আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুজির মুখ সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী মায়ানমার নাগরিক ৫৮ জনের মধ্যে ৫৩ জনকে পুশব্যাক করা হয়েছে। এসময় এ ঘটনায় জড়িত ৫ দালালকে আটক করা হয়। পরে তাদের বাংলাদেশে প্রবেশে সহযোগীতার অভিযোগে বান্দরবান চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। এ সময় আদালতের বিচারক জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌফিকুল ইসলাম পাঁচজন মানব পাচারকারীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেপ্তারকৃতরা হলেন, বান্দরবানের আলীকদমের বাসিন্দা আরিফুল ইসলাম (২৫), জালাল উদ্দিন (২৭), মো. নজরুল ইসলাম (৪০), মো. আবু হুজাইফা (৩১) ও মো. মোরশেদ আলম (৫৭)।

আই/এ

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন রোহিঙ্গা