খেলাধুলা

ঘরের মাঠে শেষ ম্যাচ হারলো সিলেট, শীর্ষ দুইয়ে চিটাগাং

স্পোর্টস ডেস্ক

ছবি: চিটাগাং কিংস

ঘরের মাটিতে পরাজয় দিয়ে শেষ করলো সিলেট স্ট্রাইকার্স। চিটাগাং কিংসের বিপক্ষে ২০৪ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমেছিল সিলেট। বড় রানের চাপ সামলাতে পারেনি দলটি। ক্ষণেক্ষণে উইকেট হারিয়ে হার মেনে নিতে হয়েছে। পুরো ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে ১৭৩ রান সংগ্রহ করে সিলেট। 

আজ ৩০ রানের জয়ে চিটাগাং কিংস টানা ৩ ম্যাচ জিতে টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে। 

দুইশো রানের পাহাড়সম সংগ্রহ মাথায় নিয়ে প্রথম ওভারেই উইকেট হারিয়েছে সিলেট। নাবিল সামাদের ডেলিভারিতে সরাসরি শামিম হোসেনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান পল স্টার্লিং। জাকির হাসানের ব্যাটে কিছুটা আশার ঝলক দেখিয়েছে। তবে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৫ রানের ইনিংসটি শেষ হয়েছে আলিস আল ইসলামের ডেলিভারিতে।

জাকির ফেরার কিছুক্ষণ পর ওপেনার রনি তালুকদার বিদায় নেন ৭ রান নিয়ে। চারে নামা জর্জ মুনশি ব্যাটিংয়ে কিছুটা মুন্সিয়ানা দেখিয়েছেন। তবে তার একার রান আজ যথেষ্ট ছিল না। অ্যারন জোনসের ব্যাটও হাসেনি, আসেনি ১৫ রানের বেশি। জাকের আলী একপাশ আগলে কেবল পড়ে ছিলেন।

আর মুনশির ব্যাটে আসে ফিফটি। তিনি ৩৭ বল খেলে ৫২ রানে খালেদ আহমেদের বলে আউট হন। অধিনায়ক আরিফুল হক ৭ বলে ১২ রানে ফিরেছেন। একপাশে তখনো ছিলেন জাকের। তখন ১৪৮ রানে ৭ উইকেট হারিয়ে বসেছে সিলেট।  

জাকের অপরাজিত ছিলেন ২৩ বলে ৪৭ রানে। শেষ পর্যন্ত ১৭৩ রানে থামে সিলেট। 

চিটাগাং কিংসের পক্ষে বল হাতে মোহাম্মদ ওয়াসিম জুনিয়র সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। 

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন সিলেট স্ট্রাইকার্স | চিটাগাং কিংস