পটুয়াখালীর বাউফলে একটি টমটম (শ্যালো ইঞ্জিন চালিত তিন চাকার বাহন) নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে গিয়ে এর চালক নিহত হয়েছেন। এ সময় দুই হেলপার আহত হয়েছেন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এ ঘটনায় নিহত চালক মো. হৃদয় হোসেন (২২) উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মো. দুলাল বয়াতির ছেলে।
সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার বাউফল কালিশুরী সড়কের চন্দ্রপাড়া জোড়পোল এলাকায় এ ঘটনা ঘটে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন বায়ান্ন টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত চিকিৎসক মো. মিরাজুল ইসলাম বলেন, নিহত চালক হৃদয়ের মাথায় গুরুতর আঘাত পেয়ে আহত হন। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে আনা হলে তার মৃত্যু হয়। অপর আহত দুজন আশঙ্কামুক্ত রয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
স্থানীয়রা জানান, বাউফলে থেকে কালিশুড়িগামি একটি বেপরোয়া টমটম নিয়ন্ত্রণ হারিয়ে জোড়পোল মোড়ে গাছের সাথে ধাক্কা লেগে উল্টে পাশের খাদে পড়ে যায়। এসময় টমটম চালক ছিটকে পড়ে সড়কের পাশে থাকা গাছের সাথে মাথায় ধাক্কা লেগে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
এ ঘটনায় আহতরা হলেন চন্দ্রপাড়া গ্রামের মাহবুব মৃধার ছেলে মো. সবুজ (২২) ও পশ্চিম বিলবিলাস গ্রামের মো. সবুজ (৩২)।
আই/এ