কক্সবাজার টেকনাফের পাহাড় থেকে শরিফ নামে এক রোহিঙ্গা ডাকাতের ক্ষত-বিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধারের খবর আনন্দ মিছিল করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকাল ৪টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের মুচনী রেজিস্ট্রার্ড রোহিঙ্গা ক্যাম্পের পশ্চিমের পাহাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। টেকনাফ মডেল থানার (ভারপ্রাপ্ত কর্মকর্তা) ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ডাকাত শরিফ মুচনী রেজিস্ট্রার্ড ক্যাম্পের বি ব্লকের বাসিন্দা। তিনি রোহিঙ্গা ডাকাত শফি গ্রুপের সদস্য। তার বিরুদ্ধে হত্যা, অপহরণসহ নানা অপরাধে একাধিক মামলা রয়েছে।
ওসি বলেন, পাহাড়ের একটি ঝোপের পাশে শরিফ ডাকাতের মরদেহটি মাটিচাপায় ছিল। কোনো কারণে মাটি সরে গেলে গাছ সংগ্রহে যাওয়া রোহিঙ্গারা মরদেহটি দেখতে পায়। বিষয়টি পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। মরদেহ ময়না তদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে বিস্তারিত জানা যাবে।
এ মরদেহ উদ্ধারের খবরে মুচনী রোহিঙ্গা ক্যাম্পে আনন্দ-মিছিল ও মিষ্টি বিতরণের মাধ্যমে উল্লাস প্রকাশ করেছেন সাধারণ রোহিঙ্গারা।
উপজেলার হ্নীলা ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ আলী বলেন, শরীফের অত্যাচারে স্বয়ং রোহিঙ্গারা অসহায় ছিল। তার মৃত্যুতে স্বস্তি পেয়ে রোহিঙ্গারা এ উল্লাস প্রকাশ করেছেন।
আই/এ