ক্যাম্পাস

জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাস

জবির নির্মাণকাজ নিচ্ছে সেনাবাহিনী, শাটডাউন চলমান থাকবে

বায়ান্ন প্রতিবেদন

ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) দ্বিতীয় ক্যাম্পাসের নির্মান কাজের প্রক্রিয়া আগামী ৩ কার্যদিবসের মধ্যে চূড়ান্ত হবে বলে আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক মো: রেজাউল করিম। তিনি জানিয়েছেন, সচিবালয়ে সিদ্ধান্ত হয়েছে সেনাবাহিনী ক্যাম্পাসের কাজ নিতে সম্মতি জানিয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয় ও সেনাবাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপাচার্য রেজাউল করিম।

তিনি বলেন, আগামী সপ্তাহে সেনাবাহিনীর সদস্যরা কেরানীগঞ্জের তেঘরিয়ায় গিয়ে জায়গা পরিদর্শন করে দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ কাজ নিজেদের তত্ত্বাবধানে নেবে। 

উপাচার্য বলেন, সচিবালয়ে আজকে আমাদের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীর হাতে হস্তান্তর করা হবে। তারা (সেনাবাহিনী) কাজটি নিতে সম্মতি প্রকাশ করেছে। আগামী রোববার সেনাবাহিনী দ্বিতীয় ক্যাম্পাস পরিদর্শনে যাবে। তারা ভিজিট করে কোন কাজ কী পর্যায়ে আসে তা দেখে তারা সবকিছু তত্ত্বাবধানে নিবে।

আগামী ৩ কার্যদিবসের মধ্যে নির্মাণ প্রক্রিয়া চূড়ান্ত করে রিপোর্ট প্রকাশ করা হবে জানিয়েছেন অধ্যাপক রেজাউল করিম। 

উপাচার্য এমন আশ্বাস দিলেও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শাটডাউন কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। লিখিতভাবে সেনাবাহিনীর কাছে কাজ হস্তান্তরের প্রক্রিয়া দেখার পর, শিক্ষার্থীরা এই কর্মসূচি তুলে নিবে বলে জানা যায়।

এম এইচ// 

এ সম্পর্কিত আরও পড়ুন জগন্নাথ বিশ্ববিদ্যালয় | সেনাবাহিনী