সাইফ আলি খানের উপর হামলার তিন দিন পর মুম্বাইয়ের ঠাণে থেকে গ্রেপ্তার করা হয়েছে এক সন্দেহভাজনকে। আটককৃত যুবকের থেকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণস্বরূপ কোনও নথি পাওয়া যায়নি। তাই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক হতেও পারেন। এ দাবি মুম্বাই পুলিশের।
রোববার সকালে মুম্বাই পুলিশ এ দাবি করেছে।
জানা গেছে, অভিনেতার বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে গা ঢাকা দিয়েছিলেন আটককৃত শরীফুল ইসলাম। সেখান থেকে ধরা হয়েছে ওই ব্যক্তিকে। আজই ধৃতকে আদালতে তোলা হবে।
মুম্বাই পুলিশের (অপরাধ দমন) ডিসিপি দীক্ষিত গেদাম সংবাদমাধ্যমকে বলেছেন, ধৃতের থেকে ভারতীয় নাগরিকত্বের প্রমাণস্বরূপ কোনও নথি পাওয়া যায়নি। তাই প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই ব্যক্তি বাংলাদেশের নাগরিক হতেও পারেন। বুধবার রাতে সম্ভবত চুরির উদ্দেশ্য নিয়েই সাইফ আলি খানের বাড়িতে ঢুকেছিলেন ওই ব্যক্তি।
পুলিশের দাবি, সাইফ আলি খানের হামলাকারী ভারতে ঢোকার পর নাম বদলে বিজয় দাস রেখেছিল। প্রাথমিকভাবে অভিযুক্ত ব্যক্তি বাংলাদেশি এবং অবৈধভাবে ভারতে প্রবেশের পর সে নিজের নাম পরিবর্তন করে। তিনি নিজের বর্তমানে বিজয় দাস হিসাবে নিজেকে পরিচয় দিয়েছেন। ৫-৬ মাস আগে মুম্বাই আসেন তিনি। তিনি কিছুদিন মুম্বাইয়ে ছিলেন এবং তারপরে মুম্বাইয়ের আশেপাশে ছিলেন। অভিযুক্ত একটি হাউসকিপিং এজেন্সিতে কাজ করতেন। অভিযুক্তর কাজ থেকে মিলেছে ভুয়ো নথিপত্র। ভারতীয় নাগরিক হওয়ার পরিচয় দেখাতে পারেনি সে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা ডাকাতির উদ্দেশ্য নিয়েই সাইফিনার বাড়িতে ঢুকেছিল সে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পুলিশকর্তা জানান, প্রথমবারই বান্দ্রার ওই বহুতলে প্রবেশ করে শরিফুল।
জেএইচ