ক্রিকেট

আউট হয়ে মালানের উপর বিরক্ত তামিম

আলিস আল ইসলামের করা বল শর্ট কভারে ঠেলে দেন ডেভিড মালান। ফিল্ডার উসমান খান একবারে ধরতে পারেননি বলটা। সেই সুযোগে রান নেওয়ার জন্য ছুটতে গিয়েও ছুটেননি ডেভিড মালান।

কিন্তু অপর প্রান্তে থাকা তামিম ইকবাল ততক্ষণে মাঝ উইকেট পর্যন্ত চলে আসেন।  মালানের ফিরে যাওয়া দেখে তামিম ফিরতে চেষ্টা করলেও পৌঁছাতে পারেননি নন স্ট্রাইকিং এন্ডে।

তখনই তামিম মালানের উপর কিছুটা বিরক্তি প্রকাশ করেন। দলের অধিনায়কের এমন আচরণ মেনে নিতে পারেনি মালানও। কিছু একটা বলতে বলতে এগিয়ে আসতে থাকেন তামিমের দিকে। ইংলিশ এই ব্যাটারকে শান্ত করতে এগিয়ে আসেন চিটাগং কিংসের ফিল্ডাররা।

চলমান বিপিএলে এর আগেও সাব্বির রহমানের সঙ্গে তর্কে জড়িয়েছিলেন তামিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনা নিয়েও হয়েছিলো ব্যপক সমালোচনা।

 

এছাড়াও প্রেজেন্টেশনে বিসিবি সভাপতির আসতে দেরি হওয়ায় পুরষ্কার না নিয়ে চলে যান তামিম।  পরে তার ম্যাচ সেরার পুরস্কার গ্রহণ করেছিলেন সতীর্থ নাজমুল হোসেন শান্ত। 

এ সম্পর্কিত আরও পড়ুন মালান