ফুটবল

রিভালদোর সঙ্গে কথার লড়াইয়ে জড়ালেন নেইমার

ব্রাজিলের সাবেক বিশ্বকাপ জয়ী তারকা রিভালদোর সঙ্গে কথার লড়াইয়ে জড়িয়েছেন নেইমার জুনিয়র।  ২০০২ সালের ব্রাজিলের পঞ্চম বিশ্বকাপ জয়ে বড় অবদান ছিলো রিভালদোর।  সেই রিভালদোর জায়গায় নিজেকে দেখতে চেয়ে এই বিতর্কের জন্ম দিয়েছেন নেইমার।  

সম্প্রতি ১৯৯৪ বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান তারকা রোমারিওর সঙ্গে পডকাস্টে কথা বলেন নেইমার। সেখানেই রোমারিও নেইমারকে জিজ্ঞেস করেন, ব্রাজিলের সর্বশেষ তিন বিশ্বকাপজয়ী দলে নিজেকে কার জায়গায় দেখতে চাইতেন। উত্তরে নেইমার ২০০২ বিশ্বকাপে খেলা রিভালদোর নাম বলেন।

নেইমারের বলা সেই কথা স্বাভাবিকভাবে নিতে পারেননি সাবেক বার্সেলোনা এই তারকা।  নেইমারের কথার বিরোধিতা করে ইনস্টাগ্রামে পোস্ট দেন রিভালদো। 

(ডাবিং)‘আমি নেইমারকে বলতে শুনেছি, ক্যারিয়ারের সেরা সময়ে সে ২০০২ বিশ্বকাপে আমার জায়গায় খেলত। সত্যি বলতে, আমি তার প্রতিভা ও দক্ষতাকে স্বীকার করি এবং এটাও বিশ্বাস করি সে ওই দলে থাকতে পারত। কিন্তু আমার জায়গায় খেলতে নামলে গল্পটা অন্যরকম হতে পারত। তার প্রতি সব ধরনের সম্মান ও প্রশংসা জানিয়ে আমি ১০০% নিশ্চিত হয়ে বলতে পারি এটা ঘটত না। সেই সময় আমি বিশ্বকাপ শিরোপা জয়ের জন্য এতটাই মনোযোগী, দৃঢ়প্রতিজ্ঞ ও ক্ষুধার্ত ছিলাম যে, কেউ তার ক্যারিয়ারের সেরা সময়ে যতই ভালো হোক না কেন, আমার জায়গা নিতে পারেনি। আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলছি, যারা সেই মুহূর্তে আমার সঙ্গে ছিল, তারা জানে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার জন্য আমি কতটা কঠিন লড়াই করেছি।’

রিভালদোর সেই কথায় জবাবও দেন নেইমার।  রিভালদোর জায়গায় নিজেকে দেখতে চাওয়ার ব্যাখ্যা দিয়েছেন ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ এই গোলদাতা। 

(ডাবিং)‘শান্ত হোন, আমার বন্ধু। বিশ্বকাপে অংশ নেওয়া সব ব্রাজিলিয়ান খেলোয়াড়ই ১০০% নিবেদিত এবং মনোযোগী। কেউ কেউ তাদের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে, দুর্ভাগ্যজনকভাবে বাকিরা পারেনি। এটা ফুটবলেরই অংশ। আমি সব সময় আপনাকে সম্মান করেছি এবং আপনি ব্রাজিলের ফুটবলের জন্য যা যা করেছেন, সেসব অর্জনকে কখনোই খাটো করব না।  আমাকে শুধু তিনজনের মধ্যে একজনের জায়গা নিতে বলা হয়েছিল। আপনি নিশ্চয় রোনালদো ও রোনালদিনিওর জায়গায় আমাকে দেখতে চাইবেন না, তাই না?’

সেই পডকাস্টে ১৯৭০ বিশ্বকাপের দলে নেইমার তোস্তাওয়ের জায়গা নিতে চেয়েছেন এবং পেলে ও জেয়ারজিনহোর পাশে খেলতে চেয়েছেন। আর ১৯৯৪ বিশ্বকাপজয়ী দলের অধিনায়ক দুঙ্গাকে সরিয়ে আক্রমণভাগে রোমারিও ও বেবেতোর সঙ্গী হতে চেয়েছেন।  

 

 

এ সম্পর্কিত আরও পড়ুন রিভালদো | নেইমার