বিনোদন

মাথায় ঘোমটা, চোখে আগুন! ‘ছাভা’ ছবিতে রাশমিকার লুক প্রকাশ

বায়ান্ন বিনোদন ডেস্ক

ছাভা সিনেমায় রাশমিকার নতুন লুক ছবি: সংগৃহীত

তেলেগু, কন্নড় ও তামিল  ভাষার অসংখ্য হিট ছবি উপহার দিয়ে এবার বলিউড কাঁপাচ্ছেন অভিনেত্রী রাশমিকা মান্দানা। কখনও পাশের বাড়ির মেয়ে ‘শ্রীবল্লী’, তো কখনও ‘দাবাং’ পুলিশ অফিসারের ভূমিকায় নজর কেড়েছেন ভার্সেটাইল এই অভিনেত্রী।

এবার ছত্রপতি শিবাজির স্ত্রীর চরিত্রে প্রথম লুকেই দর্শকদের দৃষ্টি আকর্ষণ করলেন দক্ষিণী  এই অভিনেত্রী। এবার মঙ্গলবার মুক্তি পেল ‘ছাভা’ ছবিতে রাশমিকার ফার্স্ট লুক। সেখানে তাঁর মারাঠি রানি রূপে অবতীর্ণ অভিনেত্রী। মাথায় ঘোমটা, চোখে আগুন!

‘ছাভা’ ছবিতে সম্ভাজি মহারাজের চরিত্রে অভিনয় করছেন ভিকি কৌশল। তাঁরই স্ত্রী রানি যেসুবাঈ ভোসলের ভূমিকায় রাশমিকা। এরইমধ্যে প্রকাশ্যে এসেছে ভিকির ‘ছত্রপতি’ লুক। ইতিহাসের পাতায় দর্শকদের পৌঁছে দিয়েছে তাঁর অবতার। এবার সামনে পর্দার যেসুবাই।

বুধবারই মুক্তি পাচ্ছে ছবির ট্রেলার। তবে তার আগেই রাশমিকার রূপে চড়ল উত্তেজনার পারদ। পোস্টারে দেখা যাচ্ছে, মারাঠি ট্র্যাডিশনাল শাড়িতে রাশমিকা। মাথায় ঘোমটা। কপালে বড় লাল টিপ। নাকে নথ। একটি ছবিতে হাসিমুখ এবং অপরটিতে গম্ভীর আগুনে দৃষ্টিতে তাকিয়ে যেসুবাই।

ম্যাডক ফিল্মসের ইনস্টাগ্রাম পেজ থেকে ছবির পোস্টার শেয়ার করে লেখা হয়েছে, “প্রত্যেক মহান রাজার নেপথ্যে থাকেন একজন শক্তিশালী রানি। রাশমিকা মান্দানাকে দেখা যাবে সেই যেসুবাই রূপে। যিনি স্বরাজ্যের গর্ব।”

শিবাজি সাওয়ান্তের ‘ছাভা’ বইয়ের কাহিনি অবলম্বনে তৈরি হওয়া ছবিটি মুক্তি পাবে ভালবাসা দিবস অর্থাৎ আসছে ১৪ ফেব্রুয়ারি। লক্ষ্মণ উতেকার পরিচালিত ‘ছাবা’ ভারতীয় যোদ্ধা-রাজা ছত্রপতি শিবাজীর পুত্র ছত্রপতি সম্ভাজি মহারাজের জীবনের উপর ভিত্তি করে নির্মিত। এতে ভিকি কৌশল ছাড়াও রয়েছেন অক্ষয় খান্না, আশুতোষ রানা এবং দিব্যা দত্ত।  

এই সিনেমায় প্রথমবার জুটি বাঁধছেন ভিকি ও রাশমিকা।শুধু তাই নয়, এই প্রথম কোনও ঐতিহাসিক চরিত্রে অভিনয় করছেন ভিকি। উপরি পাওনা এআর রহমানের সঙ্গীত। সবমিলিয়ে বিগ বাজেটের এই ছবির জন্য মুখিয়ে সিনেপ্রেমীরা।

প্রসঙ্গত, ২০১৫ সালে একটি সুন্দরী প্রতিযোগিতায় জয়ী হওয়ার পর চলচ্চিত্র পরিচালক ঋষব শেঠি রশ্মিকাকে রক্ষিত শেঠির বিপরীতে তার কন্নড় হাস্যরসাত্মক প্রণয়ধর্মী কিরিক পার্টি চলচ্চিত্রে অভিনয়ের প্রস্তাব দেন।[ কিরিক পার্টি কন্নড়ের অন্যতম শীর্ষ আয়ের চলচ্চিত্রগুলোর মধ্যে একটি হয়ে ওঠে। এই সিনেমায় চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে সাইমা পুরস্কার অর্জন করেন।

মন্দানা ২০১৮ সালে তেলুগু চলচ্চিত্রে অভিনয় শুরু করেন; তিনি তেলুগু হাস্যরসাত্মক নাট্য চলচ্চিত্র চলো–এ নাগা শৌর্যের বিপরীতে অভিনয় করেছিলেন। পরবর্তীতে বিজয় দেবরকোন্ডার বিপরীতে প্রণয়ধর্মী হাস্যরসাত্মক চলচ্চিত্র গীতা গোবিন্দম–এ অভিনয় করেন মন্দানা।   চলচ্চিত্রটি স্বল্প ব্যয়ে নির্মিত হলেও দেশীয় বক্স-অফিসে ১৩ মিলিয়ন মার্কিন ডলার আয় করে।

তিনি ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত কন্নড় চলচ্চিত্র ইয়াজামানা–তে অভিনয় করে ব্যাপক প্রশংসিত হন।  দক্ষিণী ছবির গণ্ডি ছাড়িয়ে ২০২২ সালে বলিপাড়ায় পা রাখেন এই নায়িকা। পরিচালক বিকাশ বহলের ‘গুডবাই’ ছবির মাধ্যমে বলিউডে হাতেখড়ি হয় তার।  এই ছবিতে রশ্মিকার সঙ্গে ছিলেন অমিতাভ বচ্চন। ছবিতে ঝলমলে অবতারে দেখা গেল রশ্মিককে।

পরনে লেহঙ্গা, খোলা চুল— একেবারে ভারতীয় নারীর সাজে নায়িকাকে দেখে মুগ্ধ হয়েছেন তাঁর ভক্তরা। চলচ্চিত্রটি বক্স অফিসে সফল না হলেও সমালোচকদের প্রশংসা কুড়ান এবং  দর্শকদের জানান দেন, শিগগিরই তিনি হিন্দি ছবিতে ঝড় তুলবেন। এ ছবিতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে জি সিনে পুরষ্কার জিতে নেন।

২০২৩ সালে বারিসু, মিশন মজনু ও এনিম্যাল নামে তিনটি মারপিটধর্মী চলচ্চিত্রে অভিনয় করেন মন্দানা।  বারিসু চলচ্চিত্রে তিনি বিজয়ের বিপরীতে কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করেছেন। সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে নেটফ্লিক্সের হিন্দি চলচ্চিত্র মিশন মজনু–তে তিনি দৃষ্টিহীন নারীর চরিত্রে অভিনয় করেন। 

আর সন্দীপ রেড্ডি বঙ্গা পরিচালিত অ্যানিমেল চলচ্চিত্রে রণবীর কাপুরের বিপরীতে একজন নিবেদিতপ্রাণ গৃহিণীর চরিত্রে অভিনয় করেছেন মন্দানা। বারিসু ও অ্যানিমেল চলচ্চিত্র দুটি বাণিজ্যিকভাবে সফল ছিল এবং সর্বোচ্চ আয়কারী ভারতীয় সিনেমাগুলোর তালিকায় স্থান অর্জন করে নেয়।

২০২৪ সালে মন্দানা মারপিটধর্মী ধারাবাহিক চলচ্চিত্র পুষ্পা ২: দ্য রুল–এ শ্রীভাল্লী চরিত্রে অভিনয় করেন। পুষ্পা ২: দ্য রুল ভারতীয় চলচ্চিত্রে বেশ কয়েকটি বক্স-অফিস রেকর্ড গড়ে। চলচ্চিত্রটি সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রগুলোর তালিকায় শীর্ষ স্থান দখল করে। 

‘পুষ্পা’ ছবির অভাবনীয় সাফল্যের পর রশ্মিকার জনপ্রিয়তা রাতারাতি আকাশ ছুঁয়েছে। ছবিতে তাঁর ‘শ্রীভাল্লি’ অবতার নজর কেড়েছে দর্শকদের। ছবিতে ‘সামি সামি’ গানে রশ্মিকার নাচ জনপ্রিয়তা পেয়েছে।

এই উন্মাদনার মধ্যে পুষ্পা ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবিতেও দেখা যাবে নায়িকাকে। হিন্দি ছবির পাশাপাশি দক্ষিণী ফিল্ম দুনিয়াতেও তাঁর হাতে রয়েছে একাধিক ছবি। তাই দম ফেলার সময় নেই নায়িকার।

 

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন রাশমিকা