দেশজুড়ে

প্রবাসী কল্যান ভবনের সামনে মালয়েশিয়াগামী শ্রমিকদের বিক্ষোভ

বায়ান্ন প্রতিবেদন

মালয়েশিয়া যেতে না পেরে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার কাছে বিক্ষোভ করেছে শ্রমিকরা।  বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টার দিকে তারা এই বিক্ষোভ শুরু করে। এসময় বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড নিয়ে স্লোগান দিতে থাকেন তারা।   

বিক্ষোভকারী শ্রমিকরা জানান, তারা যথাযথ প্রক্রিয়ায় টাকা জমা দিয়ে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু নির্ধারিত সময়ে যেতে পারেননি। রিক্রুটিং এজেন্টগুলো তাদের টাকা এবং পাসপোর্ট ফেরত দিচ্ছে না। তারা অনেকেই অর্থনৈতিক সংকটে আছেন। মালেশিয়া যেতে না পারলে তাদের টাকা এবং পাসপোর্ট যেন ফেরত দেয়া হয়।

বিক্ষোভ চলাকালে সড়কের দুপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা এ অবস্থার এক পর্যায়ে বেলা সোয়া ১১টার দিকে পুলিশ আন্দোলনকারীদের সরিয়ে দেয়। এরপর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

তবে শ্রমিকরা তাদের রাজধানীর পুরাতন অ্যলিফেন্ট রোডে প্রবাসী কল্যান ভবনের দিকে যান। শেষ খবর পাওয়া পর্যন্ত  এখনো সেখানে অবস্থান করছেন তারা।

দীর্ঘদিন বন্ধ থাকারর পর মালয়েশিয়ায় বাংলাদেশীদের জন্য শ্রমবাজার চালু হয় ২০২২ সালের আগস্ট মাসে। দেশটিতে গেল বছরের ৩১ মে পর্যন্ত ১০১টি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে পৌনে পাঁচ লাখ কর্মী যাওয়ার কথা ছিল।

টিকিট জটিলতাসহ বিভিন্ন কারণে যেতে পারেনি প্রায় আঠারো হাজার শ্রমিক।

 

এসি//

এ সম্পর্কিত আরও পড়ুন মালয়েশিয়া | বিক্ষোভকারী | কারওয়ান বাজার