চার দফা দাবি নিয়ে রাজধানী ঢাকার শাহবাগ মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেইনিং স্কুলের (ম্যাটস) শিক্ষার্থীরা। বুধবার (২২ জানুয়ারি) দুপুর ১টার দিকে ‘সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের ব্যানারে সেখানে অবস্থান নেন তারা।
এর আগে কারওয়ানবাজার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগে পৌঁছান শিক্ষার্থীরা। আর তাদের অবরোধের কারণে শাহবাগ মোড়ের চারদিকেই যান চলাচল বন্ধ হয়ে যায়।
ম্যাটস শিক্ষার্থীদের দাবিগুলো হচ্ছে―১০ম গ্রেডে শূন্যপদে নিয়োগ, কর্মসংস্থান ও সরকারি-বেসরকারি পর্যায়ে নতুন পদ সৃষ্টি, কোর্স কারিকুলাম সংশোধন ও ইন্টার্নশিপ ভাতা প্রদান, প্রস্তাবিত এলাইড হেলথ প্রফেশনাল বোর্ড বাতিল করে স্বতন্ত্র মেডিকেল এডুকেশন বোর্ড এবং আন্তর্জাতিক মানদণ্ড ও বিএমঅ্যান্ডডিসি স্বীকৃত ক্লিনিক্যাল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ তৈরি করা।
তাদের দাবি, এমবিবিএস ডাক্তারের পাশাপাশি আমাদের সহযোগিতা ছাড়া পুরোপুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সম্ভব নয়। আমরা চাই বাংলাদেশের প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে উপজেলা পর্যন্ত কর্মকর্তা বিসিএস সাধারণ ক্যাডার চাই এবং আমরা স্বাস্থ্য বিভাগের সংস্কার চাই ও সব বৈষম্য দূরীকরণের মাধ্যমে স্বাস্থ্যসেবার নিশ্চিতকরণ চাই।
শিক্ষার্থীরা বলেন, আমাদের এই দাবিগুলো অনেক আগের। আমাদের নিয়োগ প্রক্রিয়া গেলো ১২ বছর ধরে আটকে আছে। এটা নিয়ে ২০১৭, ২০২৩ ও ২০২৪ সালেও আন্দোলন হয়েছিল, কিন্তু কোনো কাজ হয়নি।
সাধারণ ম্যাটস শিক্ষার্থী ঐক্য পরিষদের কেন্দ্রীয় সমন্বয়ক আহমাদুল্লাহ মানসুর বলেন, আমরা আমাদের দাবিগুলো নিয়ে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এক ঘণ্টা সময় বেঁধে দিয়েছিলাম। নির্ধারিত সময়ে তারা আমাদের দাবি মেনে নেয়নি বা আমাদের সঙ্গে যোগাযোগও করেনি। তাই আমরা শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছি। দাবি মানা না হলে অবরোধ কর্মসূচি চলমান থাকবে।
জেএইচ