পটুয়াখালীর গলাচিপায় তিনটি মোটরসাইকেল উদ্ধার সহ দু'জনকে আটক করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৪ জানুয়ারি) থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমানের দিকনির্দেশনায় চরকাজল পুলিশ ফাঁড়ির ইনচার্জ কামাল হোসেন ও স্থানীয়দের সহোযোগিতায় অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়েছে।
গলাচিপা থানা অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান বলেন, গত ৩০ ডিসেম্বর ২০২৪ মোঃ কাওসার চরবিশ্বাস এর একটি মোটরসাইকেল চুরি হয় ২৫ জানুয়ারি ২০২৫ চরকাজল এর নাজিম উদ্দীন এর মোটরসাইকেল চুরি হলে সে থনায় অভিযোগ করে, থানা ফোর্স স্থানীয় জনগনের সহায়তায় দু'জন কে আটক করে জিজ্ঞাসা বাদ করতে তারা তিনটি মোটরসাইকেল চুরির কথা শিকার করেন চোরদের বিরুদ্ধে মামলা চলমান রয়েছে। তাদেরকে আদালতে সোফর্দো করা হবে।
জানা যায়, উপজেলার চরবিশ্বাস ইউনিয়নে গত কয়েকদিন ধরে স্থানীয় মোটরসাইকেল চুরি হয়। এ বিষয়ে ভুক্তভোগীর অভিযোগের সন্দেহে মোঃ বোরহান উদ্দিন হাওলাদারকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে সে চুরির কথা স্বীকার করেন। পরে তার সহযোগী হাসানকেও গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। চোরের স্বীকারোক্তি অনুযায়ী হাসানের বাড়ি থেকে মোটরসাইকেল তিনটি উদ্ধার করে গলাচিপা থানায় নিয়ে আসে পুলিশ।
আটককৃতরা হলেন, মোঃ বোরহান উদ্দিন হাওলাদার পিতা মোঃ আলমগীর হাওলাদার ৪নং ওয়ার্ড, দক্ষিণ চর বিশ্বাস, ইউনিয়ন চর বিশ্বাস ও মোঃ হাসান পিতা শহিদুল ইসলাম ৭নং ওয়ার্ড, বড় শিবা, চর কাজল ইউনিয়নের বাসিন্দা।
এমএইচ//